অপেক্ষা ছিলেন কোটি কোটি ভক্ত। কোচ টাটা মার্টিনো বলেছিলেন, খেলবেন মেসি। তারপরও উদ্বেগের শেষ ছিল মেসি ভক্তদের। সত্যি কি মেসি খেলবেন? সব উদ্বেগ উড়িয়ে মেসি মাঠে নেমেছেন। শুধু তাই নয়, সমর্থকদের প্রত্যাশা শতভাগ মিটিয়ে দিয়েছেন। হয়তো বেশি দিয়েছেন। দীর্ঘ তিন মাস পর মাঠে ফেরা মেসি জোড়া গোল করেছেন। একটি গোলও করিয়েছেন। তার এমন পারফরম্যান্সের ওপর ভর করে রোববার ভোরে নিজেদের মাঠের খেলায় ইন্টার মায়ামি ৩-১ গোলে হারিয়েছে ফিলাডেলফিয়া ইউনিয়নকে।
কোপা আমেরিকার কারণে গত ১ জুনের পর থেকে ইন্টার মায়ামির হয়ে কোনো ম্যাচ খেলেননি মেসি। কোপা আমেরিকার ফাইনালে কলাম্বিয়ার বিপক্ষে ফাইনাল ম্যাচে আহত হওয়ায় মাঠের সঙ্গে তার দূরত্ব বেড়ে যায়। ইনজুরি মুক্ত হয়ে মাঠে ফিরতে দিনের পর দিন অপেক্ষায় থাকতে হয়েছে তাকে। ইনজুরি মুক্ত হয়ে অনুশীলনে তার অনুশীলনে ফেরা দেখে যখন সমর্থকরা আশায় বুক বাঁধছে তখন দেখা দিল ভিন্ন সমস্যা। হঠাৎ ঠান্ডাজনিত সমস্যা পড়েছিলেন বিশ্বকাপ জয়ী এ তারকা। ফলে এ ম্যাচে তার খেলা নিয়ে একটা শঙ্কা তৈরি হয়েছিল।
শেষ পর্যন্ত মাঠে ফিরেছেন তিনি। কিন্তু মাঠে নামতেই অন্য এক আতঙ্ক ঘিরে ধরেছিল তাকে। হারের আতঙ্ক। ম্যাচের দ্বিতীয় মিনিটেই গোল হজম করেছিল তার দল। মিকের উহরের গোলে পিছিয়ে পড়েছিল মায়ামি। তবে বেশিক্ষণ এ অস্বস্তি বয়ে বেড়াতে হয়নি মায়ামিকে। মাত্র চার মিনিটের ব্যবধানে ২৬ ও ৩০ মিনিটে জোড়া গোল করেন মেসি। আর ইনজুরি সময়ের অষ্টম মিনিটে লুইস সুয়ারেজ গোল করে জয় নিশ্চিত করেন। সুয়ারেজের গোলের রূপকার ছিলেন মেসি। আর মেসির দুই গোলের রূপকার ছিলেন ইহোর্দি আলবা।
এ ম্যাচে জোড়া গোলের মাঝ দিয়ে মেজর সকার লিগে মেসি ১৪তম গোলের দেখা পেলেন। আর সুয়ারেজ করা অ্যাসিস্টটা ছিল ১৪তম।
এ ম্যাচের গোলের মাঝ দিয়ে সুয়ারেজ ১৭তম গোলের দেখা পেলেন। মেজর সকার লিগের গোল্ডেন বুটের লড়াইয়ে ভালোভাবে নিজেকে জড়িয়ে নিয়েছেন।
এ জয়ের মাঝ দিয়ে ইন্টার মায়ামি একটা কীর্তি গড়েছে। ১৯ জয় ও ৪ ড্র নিয়ে তাদের পয়েন্ট ৬২। মেজর সকার লিগে প্রথম দল হিসেবে তারা সর্বোচ্চ পয়েন্ট পাওয়ার কীর্তি গড়েছে। ভেঙ্গেছে ৬০ পয়েন্টের সীমানা। প্রথম দল হিসেবে তারা মেজর সকার লিগে ৬০ পয়েন্টের বেশি দেখা পেয়েছে।
