ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

বার্সার প্রস্তাবে অবসর ভাঙছেন পোল্যান্ডের তারকা গোলকিপার!

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৪, ১২:৩৯ এএম

ভিয়ারিয়ালের বিপক্ষে রোববার লা লিগা ম্যাচে হাঁটুর গুরুতর চোটে পেয়ে বার্সেলোনাকে বিপদে ফেলেছেন মার্ক আন্দ্রে টের স্টেগেন। অস্ত্রোপচারের কারণে কয়েক মাস মাঠের বাইরে থাকতে হবে জার্মান গোলকিপারকে। তার অনুপস্থিতিতে গোলপোস্টের নিচে কাকে দাঁড় করাবে বার্সা, তা নিয়ে কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়েছে। এই কিপার সংকটের মধ্যে সাবেক জুভেন্টাস গোলকিপার উজচেখ শেসনি হাত বাড়ালেন। বার্সেলোনার প্রস্তাব শুনে অবসর ভেঙে মাঠে ফেরার ইচ্ছা জানালেন পোল্যান্ড তারকা।

একটি সূত্র ইএসপিএনকে নিশ্চিত করেছে, বার্সা ও শেসনির ক্যাম্পের মধ্যে আলাপ চলছে। চলতি মৌসুমের শেষ পর্যন্ত স্বল্পমেয়াদী চুক্তি হতে চলেছে। যদিও এখনও কোনও পক্ষ সমঝোতায় পৌঁছায়নি।

এই সপ্তাহের শুরুতে ইএসপিএন জানতে পেরেছে, টের স্টেগেনের ইনজুরির পর ব্যাকআপ কিপার ইনাকি পেনার সঙ্গে কোনও ফ্রি এজেন্ট গোলকিপারকে আনার পরিকল্পনা করছে বার্সা।

নিয়ম অনুযায়ী ট্রান্সফার উইন্ডো বন্ধ থাকলেও লা লিগার শীর্ষ দল এমন কারও সঙ্গে চুক্তি করতে পারবে, যিনি বর্তমানে খেলছেন না।

দিয়ারিও স্পোর্টকে শেসনি বলেছেন, ‘বার্সার ইতিহাসের প্রতি আমার অনেক শ্রদ্ধা। তারা বিশ্বের অন্যতম সেরা ক্লাব এবং টের স্টেগেনের ইনজুরির পর তারা যে কঠিন পরিস্থিতিতে আছে, আমি বুঝতে পারছি। আমি মনে করি চুক্তির বিষয়টি বিবেচনা না করা হবে অসম্মানজনক।’

৩৪ বছর বয়সী শেসনি গত মৌসুম শেষে জুভেন্টাস ছাড়েন। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে পোল্যান্ডের হয়ে গ্রুপ পর্বে দুটি ম্যাচে খেলেছেন তিনি। গ্রুপ থেকে দেশ ছিটকে যাওয়ার পর পেশাদার ফুটবল থেকে অবসর নেন শেসনি।

২০১৭ সালে জুভেন্টাসে যোগ দেওেয়ার আগে ক্যারিয়ারের বেশিরভাগ সময় প্রিমিয়ার লিগ ক্লাব আর্সেনালে ছিলেন শেসনি। ১৬ বছর বয়সে গানারদের সঙ্গে যোগ দেন তিনি। এছাড়া ব্রেন্টফোর্ড ও এএস রোমায় ধারে খেলেছেন।

MMS
আরও পড়ুন