ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ফিফা ফুটসাল বিশ্বকাপ

কাজাখস্তানকে উড়িয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা

আপডেট : ০১ অক্টোবর ২০২৪, ০৮:৪৭ এএম

কাজাখস্তানকে উড়িয়ে দিয়ে ফিফা ফুটসাল বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে আর্জেন্টিনা। সোমবার (৩০ সেপ্টেম্বর) রাতে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে তারা তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর উড়িয়ে দিয়েছে কাজাখস্তানকে। ৬-১ গোলে জয় পেয়েছে তারা। একই দিনে প্যারাগুয়েকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ফ্রান্স। সেমিফাইনালে এই জয়ী দুই দল মুখোমুখি হবে।

আগামী ৩ অক্টোবর আর্জেন্টিনা ও ফ্রান্সের সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। এর আগের দিন প্রথম সেমিফাইনালে খেলবে ব্রাজিল ও ইউক্রেন।

গ্রুপ পর্বে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে গ্রুপ পর্ব পার হয়েছিল আর্জেন্টিনা। দ্বিতীয় পর্বে অবশ্য তাদের পথটা বেশ কঠিন ছিল। ক্রোয়েশিয়ার বিপক্ষে ২-০ গোলে জয় পেয়েছিল। আর কোয়ার্টার ফাইনালে উড়িয়ে দিল কাজাখস্তানকে। রোসা, ক্লাউদিনো, আরিয়েতা, করসো ও বোলো অ্যালেমানি গোল করেন। করসো করেন জোড়া গোল।

ফুটসাল বিশ্বকাপে সবচেয়ে সফল দল ব্রাজিল। পাঁচবার তারা বিশ্বকাপ জয় করেছে। আর্জেন্টিনা বিশ্বকাপ জয় করছেন। সেমিফাইনালে ওঠা অন্য দুই দল ফ্রান্স ও ইউক্রেন এখনো পর্যন্ত শিরোপার দেখা পায়নি। সর্বশেষ বিশ্বকাপের ফাইনালে খেলেছিল পর্তুগাল ও আর্জেন্টিনা। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে আর্জেন্টিনাকে ২-১ গোলে হারিয়ে শিরোপা জয় করেছিল পর্তুগাল।

AHA/FI
আরও পড়ুন