শক্তিশালী নেদারল্যান্ডসকে হারিয়ে জার্মানি উয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে খেলা নিশ্চিত করেছে। সোমবার রাতে নিজেদের মাঠে অনুষ্ঠিত ম্যাচে তারা নেদারল্যান্ডসকে ১-০ গোলে হারিয়েছে। ক্যারিয়ার প্রথম ম্যাচ খেলতে নামা জেমি লেউইলিং করেন গোলটি।
নেদারল্যান্ডসের বিপক্ষে এ ম্যাচে জার্মানির হয়ে দুই তরুণের অভিষেক হয়। তাদের একজন জেমি লেউইলিং। ম্যাচের দ্বিতীয় মিনিটেই তিনি বল জালে জড়িয়েছিলেন। কিন্তু অফসাইডের ফাঁদে পড়ে তাকে হতাশ হতে হয়। তবে দ্বিতীয়ার্ধে ঠিকই স্কোরশিটে নাম লিখিয়ে নেন তিনি। কর্নার থেকে উড়ে আসা বল ডাচ রক্ষণভাগ ক্লিয়ার করতে ব্যর্থ হয়। ডাচদের ব্যর্থতার সুযোগ কাজে লাগাতে মোটেও দেরি করেননি লেউইলিং। জোরালো শটে জাল কাঁপিয়ে দেন তিনি।
এ জয়ের ফলে জার্মানি ৪ ম্যাচ থেকে ১০ পয়েন্ট নিয়ে সবার উপরে রয়েছে। সমান ম্যাচ থেকে নেদারল্যান্ডসের পয়েন্ট মাত্র ৫। তারা চার ম্যাচে মাত্র একটাতে জয় পেয়েছে। হাঙ্গেরিরও পয়েন্ট ৫।
ম্যাচ শেষে জার্মানি কোচ হুলিয়ান নাগেলসমান বলেন, প্রথমার্ধের খেলা ছিল দারুণ। দ্বিতীয়ার্ধে তারা বেশ শক্তিশালী হয়ে ফিরে এসেছিল। আমরা তাদেরকে ঠিকমতো প্রতিরোধ করতে পারিনি। তারপরও আমরা জয় পেয়েছি। এখন বাকি ম্যাচগুলো জয় পাওয়াই আমাদের লক্ষ্য।
নেদারল্যান্ডসের কোচ রোনাল্ড কোয়েমান বলেন, দলের পারফরম্যান্সে আমি সন্তুষ্ট নই। জার্মানরা ভালো খেলেছে। তাদের দ্রুতগতির খেলা উপহার দিয়েছে। শারীরিকভাবেও তারা ছিল শক্তিশালী। তারা বেশি সুযোগও তৈরি করেছে। সে তুলনায় আমরা মাঝমাঠে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারিনি। আমরা মাঝমাঠ থেকে আক্রমণ করতে চেয়েছিলাম। কিন্তু আমাদের পরিকল্পনা কাজে আসেনি।
