নেশনস লিগের কোয়ার্টার ফাইনালের পথে। মঙ্গলবার (১৫ অক্টোবর) অ্যাওয়ে ম্যাচে তারা স্কটল্যান্ডের সঙ্গে গোলশূন্য ড্র করেছে। ৪ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ১০ পয়েন্ট। অন্যদিকে এ ড্র'র মাঝ দিয়ে স্কটল্যান্ড প্রথম পয়েন্টের দেখা পেয়েছে।
গ্রুপের অপর দুই দল ক্রোয়েশিয়া ও পোল্যান্ড। ৭ পয়েন্ট নিয়ে পর্তুগালের পরেই রয়েছে ক্রোয়েশিয়া। আর পোল্যান্ডের পয়েন্ট ৪। ক্রোয়েশিয়া ও পোল্যান্ডের ম্যাচটি ৩-৩ গোলে ড্র হয়েছে। পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল কোয়ার্টার ফাইনালে খেলবে।
অ্যাওয়ে ম্যাচ হলেও পর্তুগালের আধিপত্য ছিল স্পষ্ট। আগের তিন ম্যাচেই গোল করা ক্রিশ্চিয়ানো রোনালদোকে এদিন স্কটিশরা বেশ কড়া পাহারায় রেখেছিলেন। ফলে রোনালদোর অনেকটা নিষ্ক্রিয় ছিলেন। তার মাঝেও একটা বিপদজনক হেড নিয়েছিলেন তিনি। কিন্তু তা বারের ওপর দিয়ে চলে যায়।
আগামী ১৫ নভেম্বর পর্তুগাল নিজেদের মাঠে পোল্যান্ডের বিপক্ষে খেলবে। এ ম্যাচে ড্র করলেই তারা পরবর্তী রাউন্ডে খেলা নিশ্চিত করবে। তিনদিন পর পর্তুগাল তাদের শেষ ম্যাচে ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে।
