ঢাকা
সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৬ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

২৫ হাজার বর্গফুটের পর্দায় দেখানো হবে মেসিদের ম্যাচ

আপডেট : ০৫ অক্টোবর ২০২৪, ১১:৩৪ এএম

লিওনেল মেসি মানেই যেন ভিন্ন কিছু। তাকে ঘিরে দর্শকদের প্রবল আগ্রহ থাকে সব সময়। তাই মেসির মেজর লিগ সকারের (এমএলএস) প্লে-অফে অভিষেকের ম্যাচটি একদিন এগিয়ে (২৬ অক্টোবর) শনিবার এর পরিবর্তে (২৫ অক্টোবর) শুক্রবার করা হয়েছে।

শুধু তাই নয়, পাশাপাশি প্লে-অফে মেসির অভিষেক যেন যত বেশি সম্ভব সাধারণ মানুষ দেখতে পারেন, সেটা নিশ্চিত করতে নিউইয়র্কের টাইমস স্কয়ারে ২৫ হাজার বর্গফুটের বিশাল পর্দায় খেলা দেখানোর ব্যবস্থা করা হয়েছে।

গত বুধবার কলম্বাসকে ৩-২ গোলে হারিয়ে এমএলএসের সাপোর্টার্স শিল্ড জিতেছে মায়ামি। এমএলএসের দুই কনফারেন্স মিলিয়ে এক নম্বর দল হওয়ায় একটি বিশেষ সুবিধাও পাচ্ছে তারা। প্লে-অফের সব ম্যাচই মায়ামি খেলবে নিজেদের মাঠে। এমনকি ৭ ডিসেম্বর এমএলএস কাপের ফাইনালে জায়গা করে নিতে পারলে, সেটিও তারা খেলবে ফোর্ট লডারডেলে।

উল্লেখ্য, অ্যাপল টিভিও ম্যাচটি সবার জন্য উন্মুক্ত করে দিয়েছে। যারা এমএলএসের সিজন পাস নেননি, তারাও এ ম্যাচ দেখতে পারবেন অ্যাাপল টিভিতে।

AHA/FI
আরও পড়ুন