ডেনিজ উনডাভের জোড়া গোলে নেশনস লিগে গ্রুপ পর্যায়ের খেলায় দারুণ এক জয় পেয়েছে জার্মানি। শুক্রবার (১১ অক্টোবর) রাতে অনুষ্ঠিত অ্যাওয়ে ম্যাচে তারা বসনিয়া হার্জেগোভিনাকে ২-১ গোলে হারিয়েছে।
জার্মানির হয়ে বেশ কয়েকজন নামী খেলোয়াড় মাঠে ছিলেন না। জামাল মুসিয়ালা, নিকালাস ফুলক্রুগ ও আলেকসান্দার পাভলোভিচ একাদশে ছিলেন না। তা সত্ত্বেও ম্যাচের শুরু থেকেই জার্মানির স্পষ্ট আধিপত্য ছিল। তবে স্বাগতিক দল শুরু থেকেই বেশ ভালোভাবে সব আক্রমণ সামাল দিয়েছে। কিন্তু হঠাৎ করেই তাদের সব প্রতিরোধ ভেঙ্গে পড়ে। আর সে সুযোগেই মাত্র ছয় মিনিটের ব্যবধানে উনডান দুইবার স্কোরশিটে নাম লিখিয়ে নেন। প্রথম গোলটি করেন ৩০ মিনিটে, আর দ্বিতীয়টি ৩৬ মিনিটে।
তবে গোল পরিশোধের দারুণ সুযোগ পেয়েছিল বসনিয়া। ৭০ মিনিটে সে সুযোগ কাজে লাগিয়ে তারা ব্যবধান কমায়। আর্মেডিন ডেমিরোভিচের শট পোস্টে লেগে ফিরে আসে বলে এডিন জেকো জালে পাঠিয়ে দেন।
জার্মানি আরো বড় ব্যবধানে জয় পেলে অবাক হওয়ার কিছু ছিল না। আরো তিনবার বসনিয়ার জালে তারা বল পাঠিয়েছিল। কিন্তু তিনবারই অফসাইডের কারণে গোল বাতিল হয়।
ম্যাচ শেষে জার্মানি কোচ হুলিয়ান নাগেলসমান বলেন, সব মিলিয়ে ম্যাচের পারফরম্যান্সে আমি সন্তুষ্ট। তারা আমাদের বিপক্ষে খুব বেশি প্রতি আক্রমণ করতে পারেনি। তবে গোল হজমের পর আমাদের তৃতীয় গোলের জন্য ঝাঁপানো উচিত ছিল। সোমবার (১১ অক্টোবর) আমার আরো একটা ম্যাচ রয়েছে। সে ম্যাচ নিয়েও আমাদের চিন্তা করতে হচ্ছে।
তিন ম্যাচে সাত পয়েন্ট নিয়ে গ্রুপে জার্মানি সবার উপরে রয়েছে। ৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নেদারল্যান্ডস।
