ফিফার পেজে জীবনের লেখা গান ‘জ্বলে ওঠো বাংলাদেশ’

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৫৮ পিএম

রবিউল ইসলাম জীবন বাংলাদেশের সংগীত জগতে এক পরিচিত মুখ। জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এই গীতিকবি বহু জনপ্রিয় গানের রচয়িতা। এবার তার লেখা গান পেল অনন্য এক আন্তর্জাতিক স্বীকৃতি। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার ভেরিফায়েড ফেসবুক পেজে স্থান পেয়েছে তার লেখা- ‘জ্বলে ওঠো বাংলাদেশ’ গানের একটি লাইন।

গত বুধবার দুপুরে ফিফার অফিসিয়াল পেজে বাংলাদেশের উদীয়মান ফুটবল তারকা শেখ মোরসালিনের একটি ছবি পোস্ট করা হয়। ক্যাপশনে লেখা ছিল রবিউল ইসলাম জীবনের গান ‘লাল-সবুজের বিজয় নিশান, হাতে হাতে ছড়িয়ে দাও।’  সঙ্গে যুক্ত ছিল বাংলাদেশের জাতীয় পতাকা।

২০১১ সালের ক্রিকেট বিশ্বকাপকে কেন্দ্র করে লেখা হয়েছিল ‘জ্বলে ওঠো বাংলাদেশ’ গানটি। রবিউল ইসলাম জীবনের কথায় গানটির সুর-সংগীত করেছেন আরফিন রুমি, কণ্ঠ দিয়েছেন ব্যান্ড ‘দূরবীন’-এর সদস্যরা। গানটি তখন থেকেই বাংলাদেশের ক্রীড়াপ্রেমীদের মাঝে ব্যাপক জনপ্রিয়। 

গীতিকার রবিউল ইসলাম জীবনের দীর্ঘ দুই দশকের ক্যারিয়ারে বহু জনপ্রিয় গান রয়েছে। সিনেমা, নাটক, অডিও গান—সব মাধ্যমেই তিনি নিয়মিত কাজ করছেন। তবে সবচেয়ে বড় স্বীকৃতি আসে ২০২২ সালে, ‘পরাণ’ সিনেমার ‘ধীরে ধীরে’ গানটির জন্য শ্রেষ্ঠ গীতিকবির জাতীয় চলচ্চিত্র পুরস্কার জেতার মধ্য দিয়ে।