ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

কোপা দেল-রে

ফাইনালে রিয়ালের মুখোমুখি বার্সেলোনা

আপডেট : ০৩ এপ্রিল ২০২৫, ১২:১৯ পিএম

সেমিফাইনালের দ্বিতীয় লেগে অ্যাটলেটিকো মাদ্রিদকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে বার্সেলোনা। বুধবার রাতে মেট্রোপলিটানো স্টেডিয়ামে অ্যাটলেটিকো মাদ্রিদকে হারিয়ে ৫-৪ ব্যবধানে ফাইনাল নিশ্চিত করেছে বার্সেলোনা, যেখানে তাদের প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ।

প্রথম লেগের রোমাঞ্চকর ৪-৪ ড্র-এর পর এবার ম্যাচটি ছিল কিছুটা কম উত্তেজনাপূর্ণ, তবে মাঠে আধিপত্য বিস্তার করেছিল বার্সা।

ম্যাচের একমাত্র গোলটি আসে ফেরান তোরেসের পা থেকে। প্রথমার্ধে তরুণ তারকা লামিন ইয়ামালের দুর্দান্ত এক পাস অ্যাটলেটিকোর রক্ষণ ভেদ করে, আর সেই সুযোগ কাজে লাগিয়ে আর্জেন্টাইন গোলরক্ষক হুয়ান মুসোকে পরাস্ত করেন ফেরান।

১৭ বছর বয়সী ইয়ামাল পুরো ম্যাচেই দুর্দান্ত ছিলেন। রাফিনহার কয়েকটি সুযোগ নষ্ট না হলে বার্সার লিড আরও বড় হতে পারতো।

অ্যাটলেটিকোও সুযোগ পেয়েছিল, তবে কাজে লাগাতে পারেনি। বদলি খেলোয়াড় আলেকজান্ডার সোরলথ সহজ গোলের সুযোগ পেয়ে শট নেন, অথচ পাশে থাকা আন্তোয়ান গ্রিজম্যানকে পাস দিলে হয়তো ম্যাচের গল্প অন্যরকম হতে পারতো। পরে অফসাইডের কারণে বাতিল হয় তার গোলও।

বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ শেষবার কোপা দেল রে ফাইনালে মুখোমুখি হয়েছিল ২০১৪ সালে, যেখানে গ্যারেথ বেলের দুর্দান্ত এক গোল রিয়ালকে শিরোপা জেতায়।

AHA
আরও পড়ুন