ঢাকা
মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫, ৯ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

বিশ্বকাপে কত টাকা পেতে পারে বাংলাদেশ

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫৫ পিএম

ভারত-শ্রীলঙ্কায় শুরু হচ্ছে ২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপ। এবারের আসরের সবচেয়ে বড় চমক প্রাইজমানি। আইসিসি ঘোষণা করেছে রেকর্ড ১ কোটি ৩৮ লাখ ৮০ হাজার ডলার-বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৬৮ কোটি টাকা।

বাংলাদেশের জন্য প্রাথমিক অঙ্ক ইতোমধ্যেই নিশ্চিত। অংশগ্রহণ ফি হিসেবেই দল পাবে ২ লাখ ৫০ হাজার ডলার, অর্থাৎ প্রায় ৩ কোটি ৩ লাখ টাকা। এখানেই শেষ নয়, প্রতিটি ম্যাচ জয়ের জন্য যুক্ত হবে ৩৪ হাজার ৩১৪ ডলার বা প্রায় ৪১ লাখ ৬১ হাজার টাকা।

বাংলাদেশ নারী দল যদি সেমিফাইনালে পৌঁছায়, পুরস্কার দাঁড়াবে ১১ লাখ ২০ হাজার ডলার (প্রায় ১৩ কোটি ৫৮ লাখ টাকা)। রানার্সআপ হলে পাবে ২২ লাখ ২৪ হাজার ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ২৭ কোটি ১৭ লাখ। আর শিরোপা জিততে পারলে পুরস্কার উঠবে ৪৪ লাখ ৮০ হাজার ডলারে-বাংলাদেশি হিসেবে প্রায় ৫৪ কোটি ৩৪ লাখ।

২০২২ সালের নিউজিল্যান্ড আসরের তুলনায় প্রাইজমানি বেড়েছে প্রায় ৩০০ শতাংশ। চ্যাম্পিয়ন দল যেখানে আগেরবার পেয়েছিল ১৩ লাখ ২০ হাজার ডলার, এবার সেই অঙ্ক প্রায় সাড়ে তিন গুণ বেশি। রানার্সআপের ক্ষেত্রেও একই চিত্র-যেখানে আগেরবার ছিল মাত্র ৬ লাখ ডলার, এবার হয়েছে ২২ লাখ ২৪ হাজার।

মোট আট দল অংশ নেবে এবারের নারী ওয়ানডে বিশ্বকাপে। বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও নিউজিল্যান্ড লড়বে রাউন্ড রবিন ফরম্যাটে। ৩১ ম্যাচের আসর মাঠে গড়াবে পাঁচটি ভেন্যুতে।

আরও পড়ুন