ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

২৪ ক্লাব নিয়ে নড়াইলে কিউট হ‍্যান্ডবল লিগ

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৯ পিএম

বছরব্যাপী ১৩টি জেলায় পুরুষ এবং ৭টি জেলায় নারী হ্যান্ডবল লীগ আয়োজনের পরিকল্পনা গ্রহণ করেছে বাংলাদেশ হ‍্যান্ডবল ফেডারেশন। সেই পরিকল্পনায় আজ থেকে নড়াইল জেলার আয়োজনে কিউট জেলা ভিত্তিক পুরুষ হ্যান্ডবল লিগ শুরু হয়েছে। চলবে আগামী ১৪ সেপ্টেম্বর অব্দি।

লিগের উদ্বোধনী অনুষ্ঠান আজ নড়াইল জেলার বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন নড়াইল জেলার  অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও উপ সচিব লিংকন বিশ্বাস  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিউট জেলা ভিত্তিক হ্যান্ডবল লিগের সমন্বয়কারী ও বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের টেকনিক্যাল কমিটির যুগ্ম সদস্য-সচিব সাঈদ আহমেদ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নড়াইল জেলার ক্রীড়া অফিসার ও নড়াইল জেলা ক্রীড়া সংস্থার সদস্য-সচিব মো: কামরুজ্জামান।

নড়াইল জেলার কিউট জেলা ভিত্তিক পুরুষ হ্যান্ডবল লিগে মোট ২৪টি ক্লাব অংশগ্রহণ করবে। লিগের সব খেলা নড়াইল জেলার বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন