ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ছবিতে কি দেখছেন, শুধু পথচারী না অন্য কিছু

আপডেট : ২১ আগস্ট ২০২৫, ১১:১৮ এএম

সম্প্রতি তেমনই এক অপটিক্যাল ইলিউশন ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। ওতে দেখা যাচ্ছে একটি পুরুষের মুখ ও গভীর বন দিয়ে হেঁটে যাওয়া এক মানুষ। কে কোনটি প্রথমে দেখলেন তার উপরেই নির্ভর করছে কার মানসিকতা কেমন।

অপটিক্যাল ইলিউশন পরীক্ষা: মনের দিক থেকে আপনি কেমন, তা অনেক সময় আপনার উত্তরই বলে দিতে পারে। একই প্রশ্নে কে কেমন উত্তর দিচ্ছে, তা থেকেই স্পষ্ট হয়ে যায়, কে কেমন চিন্তাভাবনা করেন। এমনকি একজন ব্যক্তিগত জীবনে স্বাধীনভাবে চলাফেরা করেন, না অন্যেরা সহজেই তাকে ভুলিয়ে কোনও কাজ করিয়ে নেয়, সেটাও জেনে ফেলা সম্ভব। সম্প্রতি তেমনই এক অপটিক্যাল ইলিউশন ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। ওই অপটিক্যাল ইলিউশনে দেখা যাচ্ছে একটি পুরুষের মুখ ও গভীর বনজঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে যাওয়া একটি মানুষ। এর মধ্যে কে কোনটি প্রথমে দেখলেন তার উপরেই নির্ভর করছে কার মানসিকতা কেমন, তার উত্তর।

যদি প্রথমে একজন মানুষকে রাস্তা দিয়ে হেঁটে যেতে দেখেন, তাহলে এর অর্থ, অন্যদের মতামত আপনার জীবনে কোনও প্রভাব ফেলে না। এটা ঠিক যে মাঝে মাঝে সিদ্ধান্ত নেওয়ার আগে আপনি আপনার কাছের মানুষদের সঙ্গে পরামর্শ করেন, কিন্তু যদি তাদের যুক্তি বিশ্বাস না হয়, তাহলে তাদের সাথে একমত হন না। যখন আপনি কারও সঙ্গে কথা বলছেন, তখন প্রয়োজনে তাঁর সঙ্গে দ্বিমতও পোষণ করেন। এর ফলে মাঝে মাঝে দ্বন্দ্বের সৃষ্টি হয় কিন্তু আপনি ভালো মানুষ সাজার চেয়ে নিজের মতামতে অটল থাকতে পছন্দ করেন।

যদি প্রথমে পুরুষের মুখ দেখেন, তাহলে এর অর্থ, অন্যদের মতামত আপনার কাছে গুরুত্বপূর্ণ। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে, আপনি আপনার চারপাশের লোকদের সঙ্গে পরামর্শ করেন এবং যখন তারা আপনার বিরুদ্ধে থাকে, তখন আপনি বিষয়টি এড়িয়েই চলেন। এমনকি যদি এটি এমন কিছু হয় যা আপনার সত্যিই গুরুত্বপূর্ণ, তাহলেও একই কাজ করেন। আপনার চারপাশের লোকদের মতামত বিবেচনা করা কোনও ভুল নয়, তবে তাদের জন্য নিজের কাজ থেকে এক ধাপ পিছিয়ে আসাও সমস্যার সৃষ্টি করে।

অপটিক্যাল ইলিউশনের ভালোমন্দ
* অপটিক্যাল ইলিউশন ডিজিটাল স্ক্রিনে সময় কাটানোর জন্য বেশ ভালো একটি বিকল্প। এতে যেমন চোখের পরীক্ষা হয়, তেমনই মাথার পরীক্ষাও হয়।

* অনেকেই পার্সোনালিটি অ্যাসেসমেন্ট করাতে চান। কিন্তু তাতে বহু প্রশ্নের উত্তর দিতে হয়। কিন্তু অপটিক্যাল ইলিউশন খুব সহজেই একটি বা দুটি ছবির মাধ্যমে সেই কাজ করে ফেলতে পারে।

* তবে অপটিক্যাল ইলিউশন সবসময় যে বিশ্বাসযোগ্য তাও কিন্তু নয়। এখানে দেওয়া তথ্য সর্বসাধারণের জন্য, ব্যক্তি বিশেষে এই তথ্য কখনও কখনও পাল্টে যেতে পারে।

AHA
আরও পড়ুন