চোখের ধাঁধা বা অপটিক্যাল ইলিউশন (Optical Illusions) বরাবরই মানুষের কৌতূহল ও মনোযোগ বাড়াতে সাহায্য করে। এমনই একটি চ্যালেঞ্জিং ইলিউশন ঘিরে মজার ধাঁধা ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
এই ধরণের ধাঁধার মূল আকর্ষণ হলো, ছবিতে আপনি যা দেখছেন, সেটাই সবসময় সঠিক নয়। মনোযোগ ও তীক্ষ্ণ দৃষ্টিশক্তির সহায়তায় চিত্রের গভীরে লুকানো আসল রহস্য উন্মোচন করা যায়।
সম্প্রতি ভাইরাল হওয়া একটি ছবিতে দেখা যাচ্ছে একজন ব্যক্তির মুখাবয়ব। চশমা পরিহিত মুখটি বেশ মোটা ঠোঁট ও গলায় শেডসহ উপস্থাপিত। কিন্তু এখানেই টুইস্ট! এই মুখের মধ্যেই গড়ে উঠেছে হাতে লেখা ইংরেজি বর্ণমালার একটি গোপন শব্দ।
তাহলে আর দেরি কিসের? খুঁজতে শুরু করুন সেই গোপন শব্দটি। (সঠিক উত্তরটি পেতে দেখুন আগামীকালের সংখ্যা)
