ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

খেলার মাঠে পাখি ডিম পাড়ায় স্টেডিয়াম বন্ধ

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৬ এএম

অস্ট্রেলিয়ায় এক ব্যতিক্রমী পরিবেশ সচেতনতার দৃষ্টান্ত স্থাপিত হয়েছে। ক্যানবেরার কাছে অবস্থিত জেরাবম্বেরা রিজিওনাল স্পোর্টস কমপ্লেক্স মাঠে দেশি সংরক্ষিত প্রজাতির প্লোভার পাখি ডিম পেড়েছে, আর সে কারণেই মাঠটি অন্তত এক মাসের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় প্রশাসন।

ব্রিটিশ সংবাদমাধ্যমে বলা হয়, ফুটবল ম্যাচ চলাকালীন হঠাৎ দেখা যায়, মাঠের মাঝখানেই পাখিটি বাসা বেঁধেছে ও ডিম পেড়েছে। সঙ্গে সঙ্গে খেলা বন্ধ করে পাশের বিকল্প মাঠে স্থানান্তর করা হয়।

প্লোভার পাখির স্বভাব অনুযায়ী, ডিম ফোটার পর তারা অত্যন্ত আক্রমণাত্মক হয়ে ওঠে। তারা বাসার চারপাশে কাউকে ঘেঁষতে দেয় না- ডানা ঝাপটানো, বিকট শব্দ করা এবং হঠাৎ আক্রমণ চালানো এদের স্বাভাবিক আচরণ। এ কারণেই স্থানীয় কাউন্সিল মাঠ ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করে।

কাউন্সিল এক বিবৃতিতে জানিয়েছে, বন্যপ্রাণী সংস্থা ওয়াইল্ডকেয়ার-এর পরামর্শে মাঠ বন্ধ রাখা হয়েছে। ডিম সরানোর ক্ষেত্রে সরকারি অনুমতি ও বিশেষজ্ঞের সহায়তা প্রয়োজন হবে। ফলে মাঠটি সর্বোচ্চ ২৮ দিন পর্যন্ত বন্ধ থাকতে পারে।

স্থানীয় ফুটবল দলগুলো এই সিদ্ধান্তে একাত্মতা প্রকাশ করেছে এবং বিকল্প মাঠে খেলা চালিয়ে যাচ্ছে। পরিবেশ সংরক্ষণে তাদের সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়েছে কাউন্সিল।

প্রকৃতি ও খেলাধুলার ভারসাম্য রক্ষায় এমন সিদ্ধান্ত আজকের বিশ্বে একটি ইতিবাচক বার্তা বহন করে। অস্ট্রেলিয়ার এই পদক্ষেপ সচেতনতা বৃদ্ধির পাশাপাশি পরিবেশ রক্ষার দৃষ্টান্ত হয়ে থাকল।

NB/AHA
আরও পড়ুন