হোয়াটসঅ্যাপ গ্যালারি

যে কারণে সেভ হবে না ছবি-ভিডিও

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৩, ০৪:১৮ পিএম

হোয়াটসঅ্যাপে কেউ ছবি বা ভিডিও পাঠালেই কি আপনার ফোনের গ্যালারিতে অটো সেভ হয়ে যায়। কিভাবে এই অটো সেভ বন্ধ করবেন তা জেনে নিতে পারেন এখান থেকেই। আসুন জেনে নিন, আপনার সমস্ত একক ও গ্রুপ চ্যাট থেকে মিডিয়া সেভ করা বন্ধ হবে যা করলে।

ডিফল্ট মিডিয়া ভিসিবিলিটি সেটিংস
ফোনের গ্যালারিতে হোয়াটসঅ্যাপের মিডিয়া ফাইল ডিফল্ট বা স্বয়ংক্রিয়ভাবে সেভ করা বন্ধ করতে মিডিয়া ভিসিবিলিটি অপশনটি বন্ধ করতে হবে। এজন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন।

সেটিংস > চ্যাট-এ ট্যাপ করুন।
মিডিয়া দৃশ্যমানতা বন্ধ করুন।

তবে এই সেটিংসে পরিবর্তন করা হলে তার প্রভাব শুধুমাত্র নতুন মিডিয়া যেগুলো এই বৈশিষ্ট্যটি চালু বা বন্ধে থাকাকালীন ডাউনলোড হয়েছে তার উপর হবে। এটি পুরোনো মিডিয়ার ক্ষেত্রে প্রযোজ্য হবে না।  

নির্দিষ্ট কোনো একক বা গ্রুপ চ্যাট থেকে মিডিয়া সেভ করা বন্ধ করুন।

আপনি চাইলে কোনো নির্দিষ্ট চ্যাট বা গ্রুপ থেকে আসা মিডিয়া সেভ করা সংক্রান্ত আপনার সেটিংস অ্যাডজাস্ট করতে পারেন।

কোনো একক চ্যাট বা গ্রুপ খুলুন।
পরিচিতি দেখুন বা গ্রুপের তথ্যতে ট্যাপ করুন।
অথবা, পরিচিতির নাম বা গ্রুপের নামে ট্যাপ করুন।
মিডিয়া দৃশ্যমানতা > না > ঠিক আছে-তে ট্যাপ করুন।

AS