যেভাবে ফেসবুকে অটো প্লে ভিডিও বন্ধ করবেন

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৪, ০২:২৫ পিএম

ফেসবুকে স্ক্রলিং করার সময় হঠাৎ করে ভিডিও পোস্ট বা রিলস বাজতে শুরু করে। কখনো কখনো এই ধরনের ঘটনা বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি করে। এতে অকারণে ফোনের অনেক ডেটাও নষ্ট হয়। সেইসঙ্গে স্মার্টফোনের চার্জও দ্রুত শেষ হয়। তবে ফেসবুকের অটোপ্লে ফিচার বন্ধ করার মাধ্যমে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। কম্পিউটার বা স্মার্টফোন উভয় ডিভাইস থেকে এটি বন্ধ করা যায়। তবে অটো প্লে বন্ধ করলে পছন্দের ভিডিওগুলো স্ক্রিনের প্লে আইকনে ক্লিক বা ট্যাপ করে চালু করতে হবে। কীভাবে এই অটোপ্লে ফিচার চালু বা বন্ধ করতে হয়, চলুন জেনে নেই-

কম্পিউটার থেকে অটোপ্লে বন্ধ করার উপায়:

১. পছন্দের ব্রাউজার থেকে ফেসবুক ওয়েবসাইটে প্রবেশ করুন এবং নিজের অ্যাকাউন্টে লগ ইন করুন। 

২. ফেসবুকের ওপরের ডান কোনায় থাকা ‘নিম্নমুখী তীর’ আইকোনে ক্লিক করুন। এর ফলে একটি মেনু চালু হবে। 

৩. তারপর ‘Settings and Privacy’ আইকোনে ক্লিক করুন। 

৪. এরপর ‘Settings’ নির্বাচন করুন। 

৫. বাম প্যানেলের নিচের দিকে স্ক্রল করে ‘Videos’ অপশন নির্বাচন করুন। 

৬. ডান পাশে থাকা ‘Auto Play Videos’ অপশনের পাশে ড্রপ ডাইন মেনু থেকে থেকে ‘Off’ অপশন নির্বাচন করুন।

অ্যান্ড্রয়েড ও আইফোন থেকে অটোপ্লে বন্ধের উপায়:

১. স্ক্রিনের নিচের ডান কোনায় থাকা হ্যামবার্গার মেনু (☰) বা থ্রি ডট অপশনে ট্যাপ করুন। 

২. ‘Settings and Privacy’ আইকোনে ট্যাপ করুন। 

৩. এরপর ‘Settings’ অপশন নির্বাচন করুন। 

৪. নিচের দিকে স্ক্রল করে প্রিফারেন্স বিভাগটি খুঁজে বের করুন। এই বিভাগের অধীনে থাকা ‘Media’ অপশন নির্বাচন করুন। 

৫. অটোপ্লে এর অধীনে ‘Never Auto Play Videos’ অপশন নির্বাচন করুন।

তবে কম্পিউটারের যেকোনো ব্রাউজার থেকে ফেসবুকে ভিডিও অটোপ্লে সেটিংস পরিবর্তন করলে সেটা মোবাইল অ্যাপের সেটিংসে প্রভাব ফেলবে না। এবং মোবাইলে অটো প্লে সেটিংস পরিবর্তন করলে সেটা কম্পিউটার ব্রাউজারে প্রভাব ফেলবে না।

AHA/FI
আরও পড়ুন