আমাদের নিত্যদিনের গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হয়ে উঠেছে মোবাইল ফোন। দিনের বেশিরভাগ সময়ই কোনো না কোনো ভাবে এটা ব্যবহার করতে হয়। সে ক্ষেত্রে ফোনে চার্জ থাকারটা খুবই জরুরি। সঠিকভাবে ব্যবহার না করলে এবং ভুলভাবে ফোন চার্জ করার কারণে খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যেতে পারে।
অনেক ব্যবহারকারী ফোনের ব্যাটারি একেবারে লাল হওয়া পর্যন্ত ফোনকে চার্জে বসান না। কিন্তু কোনটা সঠিক? ফোনের ব্যাটারি ঠিক কততে পৌঁছলে ফের চার্জে বসানো উচিত?
জেনে নিন, ঠিক কত শতাংশ চার্জ কমলে ফোন প্লাগে বসানো উচিত
বিশেষজ্ঞদের মতে, ফোনের ব্যাটারির অবস্থা বজায় রাখার সব থেকে ভাল উপায় হল, ফোনের চার্জ ২০ শতাংশ থাকাকালীন তা চার্জে বসানো উচিত। এরপর সেটা ৮০-৯০ শতাংশ পর্যন্ত চার্জ দিয়ে নিতে হবে।
যাদের ফোনের ফাস্ট চার্জিং ফিচার রয়েছে, তাদের জন্য বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ ০ শতাংশ থেকে চার্জ করলে ব্যাটারি খুবই গরম হয়ে যায়। আবার ৮০ শতাংশের উপরে থাকাকালীন চার্জে বসালে ফোনের ফাস্ট চার্জিং কম কার্যকর হয়ে যায়।
যদিও ব্যাটারির ওভার চার্জিংয়ের কোনো ঝুঁকি থাকে না। মনে করা হয় যে, আজকাল ব্যাটারি হেলথের জন্য ফোনে একাধিক বিল্ট-ইন ফিচার থাকে। ফোনের চার্জ ০ শতাংশে চলে যাওয়ার আগেই তা বন্ধ করে দেয়া ভাল। আবার ধরা যাক, কারোর দীর্ঘ সময় ধরে ফোন ব্যবহার না করার পরিকল্পনা রয়েছে।
সেক্ষেত্রে অর্ধেক চার্জ করাটাই সব থেকে ভাল বিকল্প। অ্যাপলের পরামর্শ, প্রতি ৬ মাসে অন্তত ১ বার ফোন চালু করতে হবে। আর ৫০ শতাংশ পর্যন্ত চার্জ দিতে হবে। এর পাশাপাশি ক্ষতি এড়ানোর জন্য মোবাইল ফোনের ব্যাটারি ঠান্ডা এবং শুষ্ক জায়গায় রাখতে হবে।
আর ৫০ শতাংশ পর্যন্ত চার্জ দিতে হবে। এর পাশাপাশি ক্ষতি এড়ানোর জন্য মোবাইল ফোনের ব্যাটারি ঠান্ডা এবং শুষ্ক জায়গায় রাখতে হবে।
