ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

গুগল প্লে প্রোটেক্টে ‘নগদ’ অ্যাপকে ক্ষতিকর হিসেবে শনাক্ত

আপডেট : ১৪ নভেম্বর ২০২৫, ০৩:১০ পিএম

অ্যান্ড্রয়েডের বিল্ট-ইন নিরাপত্তা ব্যবস্থা গুগল প্লে প্রোটেক্ট সম্প্রতি জনপ্রিয় মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (MFS) অ্যাপ ‘নগদ’-কে সম্ভাব্য ক্ষতিকর অ্যাপ হিসেবে চিহ্নিত করেছে। ব্যবহারকারীদের ডিভাইস থেকে অ্যাপটি অপ্রয়োজনীয় ও অতিরিক্ত অনুমতি (permissions) চাইছে, এমন তথ্য শনাক্ত করার পরই প্লে প্রোটেক্ট এই সতর্কতা দেয়।

অনলাইনে প্রকাশিত একাধিক ব্যবহারকারীর স্ক্রিনশট অনুযায়ী, প্লে প্রোটেক্ট দেখাচ্ছে যে অ্যাপটি সংবেদনশীল তথ্য অ্যাক্সেস করার চেষ্টা করছে। এসব অনুমতির মধ্যে রয়েছে-

  • SMS
  • অডিও রেকর্ডিং
  • ক্যামেরা
  • ছবি/গ্যালারি
  • মাইক্রোফোন
  • কল লগ
  • কনট্যাক্টস
  • লোকেশন ডাটা

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, একটি MFS অ্যাপের জন্য এত বিস্তৃত তথ্য-অ্যাক্সেস অস্বাভাবিক এবং অযৌক্তিক। এই ধরনের অনুমতি কার্যকর থাকলে কোনো অ্যাপ ব্যবহারকারীর ব্যক্তিগত ছবি, ভিডিও, মেসেজ, কল হিস্ট্রি, কনট্যাক্টস এবং রিয়েল-টাইম লোকেশন পর্যন্ত দেখতে সক্ষম হতে পারে, যা গুরুতর গোপনীয়তা ঝুঁকি তৈরি করে।

কিভাবে ব্যবহারকারীরা সতর্কতা যাচাই করবেন

ব্যবহারকারীরা নিচের পদ্ধতিতে নিজেরাই প্লে প্রোটেক্টে সতর্কতা চেক করতে পারেন-

  • গুগল প্লে স্টোর খুলুন
  • প্রোফাইল আইকনে ট্যাপ করুন
  • ‘Play Protect’ অপশন নির্বাচন করুন
  • ‘Scan’ এ ট্যাপ করুন

অনেক ক্ষেত্রেই এখানে নগদ অ্যাপকে ক্ষতিকর হিসেবে দেখানো হচ্ছে, পাশাপাশি কোন কোন অনুমতি অ্যাপটি চাইছে এবং অ্যাপ আনইনস্টল করার সুপারিশও দেখানো হচ্ছে।

বিশেষজ্ঞদের পরামর্শ

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য কয়েকটি করণীয় উল্লেখ করেছেন-

  • প্লে প্রোটেক্ট বা নিরাপত্তা সতর্কতাকে গুরুত্ব দিন
  • অপ্রয়োজনীয় অ্যাপ পারমিশন সঙ্গে সঙ্গে বন্ধ করুন
  • অ্যাপের আপডেট আছে কিনা চেক করুন
  • সমস্যা অব্যাহত থাকলে অ্যাপ আনইনস্টল করার কথা বিবেচনা করুন

ব্যবহারকারীর নিরাপত্তা সর্বাগ্রে

দেশের অন্যতম বহুল ব্যবহৃত আর্থিক অ্যাপ হলেও, বিশেষজ্ঞরা মনে করিয়ে দিয়েছেন ব্যবহারকারীর গোপনীয়তা ও ডিভাইস নিরাপত্তা সর্বদা সর্বোচ্চ অগ্রাধিকার হওয়া উচিত। স্থানীয় জনপ্রিয় অ্যাপ বলেই অন্ধভাবে বিশ্বাস করা উচিত নয়। নিয়মিত অ্যাপ পারমিশন পর্যবেক্ষণ এবং প্লে প্রোটেক্টের সতর্কতা মানা ব্যবহারকারীর নিজস্ব নিরাপত্তার জন্য অত্যন্ত জরুরি।

DR
আরও পড়ুন