স্মার্টফোনের ব্যবহার বিশ্বব্যাপী দ্রুত বৃদ্ধি পেয়েছে। সচরাচর দেখা যায় যে অনেক ব্যবহারকারীরা তাদের ফোনের পেছনে টাকা রাখে । কিন্তু এই অভ্যাস যে অনেক সময় ক্ষতি বয়ে আনতে পারে যেটা অনেক ব্যবহারকারীরাই জানে না।
গরমের সময় স্মার্টফোনে অতিরিক্ত গরম হওয়ার সমস্যা থাকে। কিন্তু অনেকেই জেনে বা অজান্তে এমন একটি ভুল করে ফেলেন যা তাদের ফোনের জন্য মারাত্মক বিপদ হতে পারে। শুনতে অদ্ভুত লাগতে পারে, কিন্তু ফোনের কভারে রাখা কয়েক টাকা কেবল আপনার স্মার্টফোনের ক্ষতিই করতে পারে না, এমনকি বিস্ফোরণও ঘটাতে পারে।
মানুষ প্রায়ই মনে করে যে ফোনের কভারে কিছু টাকা রাখা বুদ্ধিমানের কাজ যাতে প্রয়োজনের সময় কাজে লাগে। কিন্তু বাস্তবে এই নোটগুলি ফোনের গরম করার প্রক্রিয়া নষ্ট করে। ফোনের পেছনের প্যানেলটি তাপ মুক্ত করার একটি উপায় এবং যখন নোট বা এটিএম কার্ড সেখানে রাখা হয়। তখন এই তাপ বেরোতে পারে না। এর ফলে ফোন দ্রুত গরম হতে শুরু করে।
এ ছাড়াও ফোন চার্জ করার সময়, ব্যাটারি নিজে থেকেই গরম হয়ে যায়। সেই সময়, যদি ফোনের কভারে কোনও নোট বা কোনো কাগজ রাখা হয়। তাহলে তা তাপ আটকে দেয় এবং এই পরিস্থিতি কখনও কখনও বিস্ফোরণের কারণ হতে পারে।
এমনকী অতিরিক্ত তাপের কারণে, ফোনের প্রক্রিয়াকরণ ধীর হয়ে যায়। গেমিং, ভিডিও স্ট্রিমিং বা ক্যামেরা ব্যবহারের সময় এই সমস্যা আরও গুরুতর হয়ে ওঠে। পেছনের কভারে রাখা নোট বা কার্ডগুলো ভিতরে তাপ আটকে রাখে যার ফলে অ্যাপগুলি দেরিতে খোলা হয়।
এছাড়া ফোনের ব্যাক কভারে টাকা বা কার্ড রাখলে নেটওয়ার্কের সিগন্যাল দুর্বল হয়ে যেতে পারে, কারণ বেশিরভাগ ফোনের অ্যান্টেনা পিছনের দিকে থাকে। এতে কল ড্রপ, ইন্টারনেট ধীর গতি বা কানেকশন সমস্যার মতো বিষয় দেখা দিতে পারে।
ফোনের ৫ ফিচার বন্ধ করুন ব্যাটারির আয়ু বাড়াতে