ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

আপনার ফোন ট্যাপ করছে কেউ, বুঝবেন যেভাবে

আপডেট : ০৭ আগস্ট ২০২৫, ০২:১২ পিএম

ডিজিটাল প্রতারণা বাড়তে থাকায় ম্যালওয়্যার নিয়ে বারবার সতর্ক করছে জাতীয় সাইবার নিরাপত্তা বিভাগ। গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করা কিছু অ্যাপে গোপনে ম্যালওয়্যার থাকতে পারে, যা আপনার অজান্তেই ফোনে ভুয়া সফটওয়্যার ইনস্টল করে। এতে হ্যাকাররা সহজেই আপনার ব্যক্তিগত তথ্য চুরি করতে পারে।

অজানা লিঙ্কে ক্লিক করা বা কিউআর কোড স্ক্যানের মাধ্যমেও স্পাই অ্যাপ ফোনে ইনস্টল হতে পারে। দীর্ঘ সময় এগুলো ফোনে থাকলে তথ্য ঝুঁকি বাড়ে। তাই প্রশ্ন উঠছে-এ রকম অ্যাপ ফোনে এলে তা বুঝবেন কীভাবে?

চলুন জেনে নেওয়া যাক-

* আপনার ফোনের ব্যাটারি যদি খুব দ্রুত খরচ হয়ে যেতে থাকে, তাহলে সাবধান। কারণ স্পাই অ্যাপ গোপনে ডেটা সংগ্রহ করতে থাকলে এমন হয়ে থাকে।

* আপনার ফোন ব্যবহার না করা সত্ত্বেও যদি অতিরিক্ত গরম হয়ে যায়, তাহলে সাবধান। এর অর্থ হলো-ব্যাকগ্রাউন্ডে কোনো প্রোগ্রাম চলছে।

* আপনার ইন্টারনেট ডেটা ব্যবহার যদি অপ্রত্যাশিতভাবে বেড়ে যায়, তাহলে স্পাই অ্যাপের কারণে হতে পারে। এই অ্যাপগুলো আপনার তথ্য হ্যাকারদের কাছে পাঠাতে ডেটা ব্যবহার করে।

* আপনার ফোনকলের সময় যদি কোনো ক্লিক শব্দ, প্রতিধ্বনি কিংবা অস্বাভাবিক আওয়াজ শোনা যায়, তবে তা আপনার কল রেকর্ড বা ট্যাপ হওয়ার লক্ষণ হতে পারে।

* এ ছাড়া আপনি ইনস্টল করেননি, এমন কোনো অ্যাপ যদি আপনার ফোনে দেখতে পান, তাহলে ব্রাউজ করার সময় বারবার অপ্রয়োজনীয় বিজ্ঞাপন দেখালে বুঝতে হবে, আপনার ফোনে ক্ষতিকর সফটওয়্যার প্রবেশ করেছে।

* আপনার ফোন যদি বারবার নিজে থেকেই বন্ধ হয়ে যায় কিংবা ফোনের সিস্টেম ধীরগতি হয়ে যায়, তাহলে সাবধান থাকতে হবে।

এখন স্পাই অ্যাপ কীভাবে ধরবেন-

* প্রথমেই গুগল প্লে স্টোরে গিয়ে আপনার প্রোফাইল আইকনে ক্লিক করুন এবং ‘প্লে প্রোটেক্ট’ অপশনে ক্লিক করুন। এতে ফোনে কোনো স্পাই অ্যাপ আছে কিনা, তা দেখাবে।

* আপনার ফোনের সেটিংসে গিয়ে অ্যাপ ও সেখান থেকে অ্যাপ্লিকেশন ম্যানেজারে গিয়ে অ্যাপের তালিকা পরীক্ষা করুন। অদ্ভুত নামের কোনো অ্যাপ দেখলেই ডিলিট করে দিন।

* সেটিংস থেকে প্রাইভেসি ম্যানেজারে গিয়ে দেখে নিন কোন অ্যাপ মাইক্রোফোন, ক্যামেরা বা লোকেশনের অনুমতি পেয়েছে। সন্দেহজনক অ্যাপ থাকলে তা দ্রুত মুছে ফেলুন।

NB/AHA
আরও পড়ুন