ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

আপনার ফোনের অ্যাপসের নাম ও আইকন পরিবর্তন করুন সহজেই

আপডেট : ০৬ আগস্ট ২০২৫, ০১:৪১ পিএম

স্মার্টফোনে অ্যাপের আইকন বদলাবেন যেভাবেঅ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা হোম স্ক্রিনকে নিজেদের পছন্দমতো সাজাতে পারেন। অ্যাপ আইকন পরিবর্তন করতে হলে প্রথমে একটি ‘লাঞ্চার’ অ্যাপ প্রয়োজন হয়। অনেক ফোনে, যেমন স্যামসাং-এ, বিল্ট-ইনভাবে আইকন পরিবর্তনের অপশন থাকে। লাঞ্চার অ্যাপের মাধ্যমে সহজেই অ্যাপ আইকনের ডিজাইন ও থিম পরিবর্তন করা যায়।

স্মার্টফোনে অ্যাপের আইকন পরিবর্তনের জন্য প্রথমে সেটিংস মেনু থেকে নিচে স্ক্রল করে থিম নির্বাচন করতে হবে। এরপর নিচে থাকা আইকন অপশন ট্যাপ করে পছন্দের আইকনের নকশা নির্বাচন করতে হবে। এরপর আইকনটি ডাউনলোড করে অ্যাপ্লাই করলেই নতুন অ্যাপ আইকনটি দেখা যাবে।

স্মার্টফোনে ভালোমানের ছবি তুলবেন যেভাবে

যদি ফোনে আইকন পরিবর্তনের অ্যাপ না থাকে, তবে গুগল প্লে স্টোরে ‘App Icon Changer’ লিখে খুঁজে পেতে পারেন নানা অ্যাপ। চাইলে ‘Pure Icon Changer’ ব্যবহার করতে পারেন। অ্যাপটি খুলে যে অ্যাপের আইকন বদলাতে চান তা বেছে নিন, তারপর পছন্দের আইকন সিলেক্ট করলেই পরিবর্তন হয়ে যাবে।

NB/SN
আরও পড়ুন