ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

স্মার্টফোন দিয়েই চন্দ্রগ্রহণের ছবি তোলার উপায়

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪৩ পিএম

বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে রোববার (৭ সেপ্টেম্বর) দেখা যাবে বিরল দৃশ্য পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। রাত ৯টা ২৮ মিনিটে শুরু হয়ে তা চলবে ৮ সেপ্টেম্বর ভোর পর্যন্ত। প্রায় ৭ ঘণ্টা ২৭ মিনিট স্থায়ী এই মহাজাগতিক দৃশ্য প্রত্যক্ষ করার পাশাপাশি দর্শকরা চাইলে নিজের স্মার্টফোনে তা ফ্রেমবন্দি করতে পারবেন।

তবে এজন্য কিছু বিষয় খেয়াল রাখা জরুরি। বিশেষজ্ঞদের মতে, সঠিক প্রস্তুতি ও সেটআপের মাধ্যমে সাধারণ মোবাইল ক্যামেরাতেও চন্দ্রগ্রহণের স্পষ্ট ছবি তোলা সম্ভব।

জুম ও লেন্স

চন্দ্রগ্রহণের ছবি তোলার জন্য দীর্ঘ ফোকাল লেন্থ প্রয়োজন হয়। ডিএসএলআর বা মিররলেস ক্যামেরায় লেন্স পরিবর্তন করে চমৎকার ছবি তোলা সম্ভব। তবে স্মার্টফোন ব্যবহারকারীরা জুম ব্যবহার করে কিংবা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরায়ও ছবি তুলতে পারবেন।


ক্যামেরা সেটিংস

  • ছবি তোলার সময় ক্যামেরা ম্যানুয়াল মোডে রাখতে হবে।
  • আইএসও: ৪০০
  • অ্যাপারচার: f/8 অথবা f/11
  • শাটার স্পিড: বাল্ব মোড

অটোফোকাস অফ করে ম্যানুয়ালি চাঁদে ফোকাস করতে হবে। এছাড়া নয়েস রিডাকশন মোড চালু করলে ছবির মান ভালো হবে।

ট্রাইপড ব্যবহার করুন

লম্বা এক্সপোজারে ছবি তুলতে গেলে হাত কাঁপার কারণে ছবি ঝাপসা হওয়ার ঝুঁকি থাকে। তাই অবশ্যই ট্রাইপড ব্যবহার করতে হবে। বাল্ব মোডে ছবি তুলতে চাইলে রিমোট শাটার ব্যবহার করলে আরও ভালো ফল পাওয়া যাবে।

লোকেশন নির্বাচন

গ্রহণ শুরু হবে চন্দ্রোদয়ের সময়, অর্থাৎ পূর্ব আকাশ থেকে। তাই ছবি তোলার জন্য এমন স্থান বেছে নিতে হবে যেখান থেকে পূর্ব দিগন্ত পরিষ্কার দেখা যায়। পাশাপাশি আকাশ যেন মেঘমুক্ত থাকে, সেদিকেও খেয়াল রাখতে হবে।

গ্রহণ শেষে চাঁদ দক্ষিণ-পশ্চিম থেকে পশ্চিম আকাশে নামতে থাকবে। তাই উঁচু ভবন বা পাহাড়ের মতো জায়গা এড়িয়ে খোলা আকাশের নিচে অবস্থান করাই উত্তম।

বিশেষজ্ঞরা বলছেন, কিছুটা সতর্কতা অবলম্বন করলে স্মার্টফোন দিয়েই বিরল এই মুহূর্তকে সযত্নে ধরে রাখা সম্ভব।

NB/SN
আরও পড়ুন