ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ফেসবুকে কেউ আপনাকে ব্লক করেছে কিনা বুঝবেন যেভাবে

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৯ এএম

ফেসবুক এখন শুধু যোগাযোগের মাধ্যম নয়, মানুষের দৈনন্দিন জীবনের অংশ। তবে অনেক সময় কারও পোস্ট বা অ্যাক্টিভিটি না দেখতে পেয়ে সন্দেহ হয়, তিনি হয়তো ব্লক করেছেন। সরাসরি ফেসবুক জানায় না আপনাকে ব্লক করা হয়েছে কি না, তবে কিছু লক্ষণ দেখে তা বোঝা সম্ভব।

ফেসবুক

ব্লক হওয়ার সম্ভাব্য লক্ষণগুলো

  • বন্ধু তালিকা থেকে হারিয়ে যাওয়া: আগে বন্ধু ছিলেন, কিন্তু হঠাৎ তালিকা থেকে নাম উধাও হলে ধরে নিতে পারেন ব্লক হয়েছেন বা তিনি অ্যাকাউন্ট বন্ধ করেছেন।
  • সার্চে খুঁজে না পাওয়া: আগে যাকে সহজেই সার্চে পেতেন, এখন আর খুঁজে না পেলে ব্লক হওয়ার সম্ভাবনা বেশি।
  • পারস্পরিক বন্ধুদের তালিকায় না থাকা: কোনো সাধারণ বন্ধুর ফ্রেন্ডলিস্টে যদি তার নাম না পান, সেটিও ইঙ্গিত।
  • ট্যাগ করা না যাওয়া: গ্রুপ বা পোস্টে ট্যাগ দিতে গেলে নাম না এলে ধরে নেওয়া যায় ব্লক করা হয়েছে।
  • মেসেঞ্জারে পরিবর্তন: পুরোনো চ্যাট থাকলেও নতুন মেসেজ পাঠানো যাবে না।
  • প্রোফাইল লিংক কাজ না করা: সরাসরি লিংক থাকলেও খুলবে না, দেখাবে- এখন অ্যাক্সেস করা যাচ্ছে না।
  • অন্য বন্ধু দিয়ে চেক করা: কোনো বন্ধুর অ্যাকাউন্ট থেকে প্রোফাইল দেখা গেলে, অথচ আপনি না পারেন তবে নিশ্চিত ব্লক।

ফেসবুক

ব্লকড প্রোফাইল দেখার উপায়

  • গুগলে ‘site:facebook.com’ লিখে নাম সার্চ করলে অনেক সময় পাওয়া যায়।
  • বিশ্বাসযোগ্য বন্ধুর অ্যাকাউন্ট দিয়ে দেখা যায়।
  • অন্য ই-মেইল দিয়ে নতুন অ্যাকাউন্ট খুলে দেখা সম্ভব, তবে এটি ফেসবুকের নীতির বাইরে।
  • তৃতীয় পক্ষের অ্যাপ ব্যবহার করা উচিত নয়, এগুলো প্রতারণাপূর্ণ ও ঝুঁকিপূর্ণ।

বিশেষজ্ঞরা বলছেন, কেউ যদি সত্যিই ব্লক করেন, সেটি মেনে নেওয়াই ভালো। জোর করে খোঁজাখুঁজি বা অতিরিক্ত চেষ্টা সম্পর্ককে আরও খারাপ করতে পারে।

NB/SN
আরও পড়ুন