বিনামূল্যে লাখ টাকা পুরস্কারের কথা শুনলেই অনেকে সন্দেহ করেন প্রতারণার গন্ধ পেয়ে। তবে এবার বিষয়টি একেবারেই বাস্তব এবং স্বয়ং গুগলের ঘোষণা অনুযায়ী। সম্প্রতি বিশ্বের প্রযুক্তি জগতে আলোচনার কেন্দ্রে এসেছে গুগলের নতুন এআই বাগ বাউন্টি প্রোগ্রাম। যেখানে নিরাপত্তাজনিত ভুল (বাগ) ধরিয়ে দিলে গবেষকদের দেওয়া হবে ২০ হাজার থেকে ৩০ হাজার মার্কিন ডলার পুরস্কার।
প্রতারণার সময় অনেকেই গুগল, মেটার মতো প্রতিষ্ঠানের নাম ভাঙিয়ে প্রলোভন দেখায়। তবে এই ঘোষণাটি এসেছে সরাসরি গুগলের পক্ষ থেকে এবং এটি তাদের দীর্ঘদিনের ভালনারেবিলিটি রিওয়ার্ড প্রোগ্রাম (VRP) এর সম্প্রসারিত সংস্করণ।
এআই বাগ বলতে কী বোঝায়
গুগল জানিয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (AI) যেসব সিস্টেমে স্বয়ংক্রিয়ভাবে ভুল সিদ্ধান্ত বা আচরণ দেখা যায়, সেসবই এই প্রোগ্রামের আওতায় আসবে।
- অনুমতি ছাড়াই কোনো স্মার্ট ডিভাইস আনলক হয়ে যাওয়া
- ব্যক্তিগত তথ্য ভুলভাবে অন্যের কাছে পাঠানো
- বা এআই ব্যবহার করে গুগল হোমের দরজা খুলে ফেলা
- এই ধরণের ব্যবহারকারীর নিরাপত্তা বিপন্নকারী ভুলগুলোকে বলা হচ্ছে ‘AI বাগ’।
তবে একটি বিষয় স্পষ্ট করে জানিয়েছে গুগল এআই এর উৎপন্ন বিভ্রান্তিকর বা ঘৃণামূলক বক্তব্য এই প্রোগ্রামের আওতায় পড়বে না। অর্থাৎ, শুধু ভেতরের নিরাপত্তা ত্রুটিই এখানে গুরুত্ব পাবে।
কোন কোন প্ল্যাটফর্মে মিলবে পুরস্কার
- গুগল সার্চ
- জেমিনি অ্যাপ
- জিমেইল
- গুগল ড্রাইভ
এসব সেবায় উল্লেখযোগ্য বাগ শনাক্ত করতে পারলে গবেষকরা পেতে পারেন ২০,০০০ থেকে ৩০,০০০ ডলার পর্যন্ত পুরস্কার। অন্যদিকে তুলনামূলক ছোট প্ল্যাটফর্ম নোটবুকএলএম, জুলস অ্যাসিস্ট্যান্ট ইত্যাদিতে বাগ শনাক্তে পুরস্কার কিছুটা কম হবে।
এআই নিরাপত্তা আরও জোরদার করতে গুগল সম্প্রতি চালু করেছে ‘কোডমেন্ডার’ নামের একটি নতুন এআই টুল। এটি ওপেন সোর্স সফটওয়্যারে বিদ্যমান ত্রুটি শনাক্ত ও মেরামতে সাহায্য করে। ইতোমধ্যেই এই টুলের মাধ্যমে ৭২টি নিরাপত্তা ত্রুটি শনাক্ত ও সমাধান করা হয়েছে বলে জানিয়েছে গুগল।
গুগলের এআই বাগ বাউন্টি প্রোগ্রাম শুধু গুগলের নিরাপত্তা ব্যবস্থাকেই উন্নত করবে না, বরং বিশ্বজুড়ে সাইবার নিরাপত্তা গবেষকদের জন্য এটি হয়ে উঠেছে একটি দুর্লভ সুযোগ। এটি গবেষকদের শুধু আর্থিক পুরস্কারই দিচ্ছে না, বরং আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার পথও খুলে দিচ্ছে।
প্রসঙ্গত, গুগল ২০২২ সাল থেকেই এই ধরণের বাগ প্রোগ্রামের আওতায় ৪ লাখ ৩০ হাজার ডলারের বেশি পুরস্কার প্রদান করেছে।
বন্ধ হচ্ছে অ্যাপলের ভিডিও এডিটিং অ্যাপ ‘ক্লিপস’
নকল ফোন চিনবেন যেভাবে
চাকরি হারানোর ঝুঁকিতে ৬ দেশের ৭ শতাংশ মানুষ
এআই চালিত রে-ব্যান স্মার্টগ্লাস আনলো মেটা