জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ নিয়ে এলো যুগান্তকারী এক পরিবর্তন। এবার থেকে মোবাইল নাম্বার ছাড়াও হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা যাবে, এমনই ফিচার আনছে মেটা কর্তৃক পরিচালিত এই প্ল্যাটফর্ম।
মার্ক জুকারবার্গের সংস্থার সূত্র জানায়, ব্যবহারকারীদের গোপনীয়তা ও নিরাপত্তা আরও জোরদার করতে হোয়াটসঅ্যাপে এবার চালু হতে যাচ্ছে ইউজারনেম-ভিত্তিক যোগাযোগ ব্যবস্থা। অর্থাৎ, কারও সঙ্গে চ্যাট শুরু করতে আর তার মোবাইল নাম্বার জানা লাগবে না।
এখন পর্যন্ত হোয়াটসঅ্যাপে চ্যাট করার জন্য ব্যবহারকারীর ফোন নাম্বার অবশ্যই প্রয়োজন হতো। তবে নতুন এই ফিচার চালু হলে ইনস্টাগ্রামের মতোই প্রতিটি অ্যাকাউন্টে থাকবে একটি ইউনিক ইউজারনেম, যার মাধ্যমে খুঁজে পাওয়া যাবে যেকোনো ব্যবহারকারীকে।
ফিচারটি বর্তমানে বেটা ভার্সনের ইউজারদের জন্য পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। খুব শিগগিরই সব ব্যবহারকারীর জন্য এটি উন্মুক্ত করা হবে বলে জানিয়েছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ।
নতুন ইউজারনেম ফিচারের পাশাপাশি, হোয়াটসঅ্যাপে যোগ হয়েছে ট্রান্সলেট অপশন। এখন থেকে যে কোনো বার্তার উপর লং প্রেস করলেই দেখা যাবে ‘Translate’ অপশন। সেখানে ক্লিক করলেই পছন্দের ভাষায় বার্তাটি অনুবাদ করে দেখাবে অ্যাপটি।
বিশেষ করে আন্তর্জাতিক বন্ধু বা গ্রুপ চ্যাটে ভাষাগত বাধা কাটিয়ে ওঠার জন্য এই ফিচার অত্যন্ত কার্যকর হবে বলে মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকরা।
এই নতুন ফিচারগুলোর মাধ্যমে হোয়াটসঅ্যাপ তার ব্যবহারকারীদের আরও ব্যক্তিগত নিরাপত্তা, গোপনীয়তা ও সুবিধা দিতে চাইছে। নাম্বার ছাড়া যোগাযোগের সুযোগ তৈরি হওয়ায় ব্যবহারকারীরা আরও নিরাপদ ও নাম্বার-ভিত্তিক ঝুঁকি মুক্ত পরিবেশে যোগাযোগ করতে পারবেন।
হোয়াটসঅ্যাপের এই পরিবর্তন শুধু প্রযুক্তিগত দিক থেকেই নয়, সামাজিক যোগাযোগের ধরণেও নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
উইন্ডোজ ১০ ব্যবহারকারীদের জন্য মাইক্রোসফটের জরুরি সতর্কতা
পাবজি মোবাইল টুর্নামেন্ট উন্মোচন করলো অপো ইস্পোর্টস ক্লাব