ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ইনস্টাগ্রামে নতুন 'ওয়াচ হিস্ট্রি' ফিচার চালু 

আপডেট : ০২ নভেম্বর ২০২৫, ১১:৩০ এএম

ইনস্টাগ্রামে পছন্দের কোনো রিল পরে আবার দেখতে চাইলে এত দিন পর্যন্ত সেটি লাইক, সেভ বা শেয়ার করে রাখতে হত। তবে এবার সেই ঝামেলা শেষ। জনপ্রিয় এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটি আনছে নতুন ফিচার ‘Reel Watch History’, যার মাধ্যমে এক ক্লিকেই দেখা যাবে আগের দেখা সব রিল।

ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরি জানিয়েছেন, নতুন এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা তাদের দেখা সব রিলের তালিকা সহজেই দেখতে পারবেন। শুধু তাই নয়, রিলগুলোকে তারিখ অনুযায়ী সাজানো ও ফিল্টার করার সুযোগও থাকবে। ব্যবহারকারীরা চাইলে ‘নতুন থেকে পুরনো’ বা ‘পুরনো থেকে নতুন’ ক্রমে রিলগুলো দেখতে পারবেন। এমনকি নির্দিষ্ট নির্মাতাদের ভিডিও আলাদা করে ফিল্টার করার সুবিধাও থাকছে, ফলে প্রিয় ক্রিয়েটরের রিল খুঁজে পাওয়া আরও সহজ হবে।

কীভাবে ব্যবহার করবেন Watch History ফিচারটি

  • ইনস্টাগ্রাম প্রোফাইলে যান।
  • উপরের ডানদিকে থাকা থ্রি-ডট মেনুতে ট্যাপ করুন।
  • Settings → Your Activity → Watch History অপশনটি খুলুন।
  • সেখানেই দেখা যাবে, আপনি কোন কোন রিল দেখেছেন।

ইনস্টাগ্রামের সর্বশেষ অ্যাপ আপডেটের অংশ হিসেবে ফিচারটি যুক্ত হয়েছে এবং ধীরে ধীরে সব ব্যবহারকারীর জন্য চালু হবে। এটি লাইক, সেভ ও কমেন্টের মতোই ইনস্টাগ্রামের মূল ইন্টারফেসের সঙ্গে একীভূতভাবে কাজ করবে।

বিশেষজ্ঞরা বলছেন, নিয়মিত রিল দর্শকদের জন্য এটি অত্যন্ত কার্যকর একটি টুল হবে বিশেষ করে যখন কোনো পুরনো রিল আবার দেখতে চান, কিন্তু সেটির নাম বা নির্মাতার পরিচয় মনে থাকে না।

NB
আরও পড়ুন