ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ফেসবুকে এলো ‘ডিসলাইক’ বাটন

আপডেট : ০৬ নভেম্বর ২০২৫, ০৪:৩০ পিএম

সোশ্যাল মিডিয়ার ইতিহাসে বহুল আলোচিত একটি ফিচার অবশেষে বাস্তবে রূপ পেল। ফেসবুক তাদের মোবাইল অ্যাপে পরীক্ষামূলকভাবে চালু করেছে ‘ডিসলাইক’ বাটন। বহু বছর ধরে ব্যবহারকারীরা নেতিবাচক প্রতিক্রিয়া জানানোর একটি স্পষ্ট বিকল্প দাবি করে আসছিলেন। এবার সেই সুযোগ এনে দিল মেটা।

সর্বশেষ অ্যাপ আপডেটের পর অনেক ব্যবহারকারী তাদের ফেসবুক মন্তব্যের নিচে নতুন এই ‘ডিসলাইক’ বাটনটি দেখতে পাচ্ছেন। বাটনে চাপ দিয়ে সহজেই তারা কোনো মন্তব্যে বিরূপ প্রতিক্রিয়া জানাতে পারবেন। প্রথমে ফেসবুক একটি নিচের দিকে তীরচিহ্নযুক্ত ‘Annoying’ বোতাম নিয়ে পরীক্ষা শুরু করেছিল। কিন্তু ব্যবহারকারীদের প্রতিক্রিয়া বিবেচনা করে সেটির নাম পরিবর্তন করে আরও পরিচিত শব্দ ‘Dislike’ রাখা হয়।

তবে ফিচারটি আপাতত কেবল মোবাইল অ্যাপেই দেখা যাচ্ছে, ওয়েব ভার্সনে এখনো চালু হয়নি। আবার সব ব্যবহারকারীর জন্যও এটি উন্মুক্ত করা হয়নি। মেটার পক্ষ থেকেও এখনো কোনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, ফেসবুক ধীরে ধীরে সীমিত পরিসরে ব্যবহারকারীদের হাতে ফিচারটি তুলে দিয়ে তাদের প্রতিক্রিয়া পর্যালোচনা করছে। ইতিবাচক সাড়া পেলে শিগগিরই এটি সবার জন্য উন্মুক্ত করা হতে পারে।

দীর্ঘদিন ধরে ব্যবহারকারীরা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ, অসন্তুষ্টি বা অসম্মতি প্রকাশের একটি সহজ উপায় খুঁজছিলেন। ‘লাইক’ বা অন্যান্য রিঅ্যাকশন সবসময় ইতিবাচক প্রতিক্রিয়া বহন করে, কিন্তু প্রতিটি পোস্ট বা মন্তব্যই যে সহমত বা সমর্থনের দাবিদার, তা নয়। এই বাস্তবতা বিবেচনা করেই মেটা এবার ব্যবহারকারীদের আরও স্বাধীনভাবে মত প্রকাশের সুযোগ দিতে চায় বলে ধারণা করা হচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, ফেসবুকে ‘ডিসলাইক’ বাটনের সংযোজন সোশ্যাল মিডিয়া ব্যবহারের সংস্কৃতিতে বড় পরিবর্তন আনতে পারে। মন্তব্যে সরাসরি অসন্তুষ্টি বা আপত্তি জানানোর সুযোগ তৈরি হলে অনলাইন আলোচনার ধরন আরও স্বচ্ছ ও বাস্তবসম্মত হবে। যদিও ফিচারটি এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে, তবুও ব্যবহারকারীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের পথে ফেসবুকের এই উদ্যোগকে একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

NB
আরও পড়ুন