বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড নতুন ডিজাইনের এক্সব্লেড-২০২৪ উন্মোচন করেছে, বাংলাদেশে মোটরসাইকেলের বাজারকে আরও প্রসারিত করেছে। গত ৭ ফেব্রুয়ারি এক্সব্লেড মোটরসাইকেলটি একটি জমকালো আয়োজনের মাধ্যমে উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা শিগেরু মাতসুজাকি, চিফ মার্কেটিং অফিসার শাহ মুহাম্মদ আশেকুর রহমান, চিফ প্রোডাকশন অফিসার হিরোয়ুকি ইয়াসুনাগা প্রমুখ।
বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের চিফ মার্কেটিং অফিসার শাহ মুহাম্মদ আশেকুর রহমান বলেন, হোন্ডার বিশ্বব্যাপী প্রশংসিত, হাই-টেক নতুন এক্সব্লেড ২০২৪ সেই প্রজন্মের জন্য সবচেয়ে উপযুক্ত যারা কিনা অলরাউন্ডার হতে চায়, যা পারফরম্যান্স এবং স্টাইলের একটি নিখুঁত মিশ্রণ।
রবো-ফেসড এলইডি হেডল্যাম্প, রেজার-এজড এলইডি টেইল ল্যাম্প, শার্প স্কাল্পটেড ট্যাঙ্ক ডিজাইন এবং ডুয়াল আউটলেট মাফলারের সমন্বয়ে নতুন এক্সব্লেড ২০২৪ ডিজাইন করা হয়েছে। মিড-সাইজ অ্যাডভান্স ১৬০ সিসি এইচইটি (হোন্ডা ইকু টেকনোলজি) ইঞ্জিনের এই বাইকটি প্রতি লিটারে ৫৯ কিলোমিটার মাইলেজ পাবে বলে জানিয়েছে হোন্ডা কর্তৃপক্ষ। এতে রয়েছে গিয়ার পজিশন ইন্ডিকেটর, ডিজিটাল ক্লক, সার্ভিস ডিউ ইন্ডিকেটর, ট্রিপ কিলোমিটার এবং ফুয়েল ইন্ডিকেটর ও হ্যাজার্ড সুইচ।
সকল হোন্ডা এক্সক্লুসিভ অথরাইজড ডিলার শোরুমে নতুন এক্সব্লেড ২০২৪ পাওয়া যাচ্ছে স্পোর্টস রেড, ম্যাট স্টিল মেটালিক এবং স্ট্রন্টিয়াম সিলভার মেটালিক তিনটি আকর্ষণীয় রঙে। বাংলাদেশি টাকা নতুন এক্সব্লেড ২০২৪- এর দাম পড়বে ১ লাখ ৯৫ হাজার টাকা।
