ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ব্যাংকের এমডি নিয়োগে নীতিমালা জারি

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৪৭ এএম

বাণিজ্যিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে নিয়োগ পেতে যোগ্যতা ৪৫ বছর এবং পদে থাকতে ৬৫ বছরের বেশি নয় বলে এক সার্কুলার জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত এক সার্কুলারের মাধ্যমে এই নীতিমালা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

এর আগে এ সংশ্লিষ্ট পদে কোনো বাধ্যকতা ছিল না। তবে এ পদের জন্য শুধু ১০ বছরের ব্যবস্থাপনা বা ব্যবসায়িক বা পেশাগত অভিজ্ঞতা ছিল অন্যতম যোগ্যতা। এছাড়া স্বেচ্ছায় বা পর্ষদের চাপে যে কোনভাবে ব্যাংকের এমডি পদ ছাড়তে গেলেও বাংলাদেশ ব্যাংকের অনুমোদন লাগবে।

বাংলাদেশ ব্যাংকের নতুন নীতিমালা অনুযায়ী, এমডি পদে নিয়োগ ও বাতিল করতে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন লাগবে। এ পদের নাম দেওয়া হয়েছে, ‘ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহী কর্মকর্তা’।

এছাড়া ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করলে সেক্ষেত্রেও বাংলাদেশ ব্যাংক থেকে অনুমোদন নিতে হবে। এতোদিন শুধু বাংলাদেশ ব্যাংকে অবহিত করার বিধান ছিল। ব্যাংকের পরিচালকের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত বা পরিবারের সদস্য ব্যক্তি বাণিজ্যিক ব্যাংকের এমডি হতে পারবেন না।

MB/FI
আরও পড়ুন