ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

বৈশ্বিক অর্থনৈতিক সংকটে কমেছে পোশাক রপ্তানি: বিজিএমইএ

আপডেট : ০৫ জুন ২০২৪, ০৮:২৬ পিএম

২০২৩-২৪ অর্থবছরের জুলাই-মে সময়ে অর্থাৎ ১১ মাসে বাংলাদেশের পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধি নেমে এসেছে ২ দশমিক ৮৬ শতাংশ৷ এ সময় পোশাক রপ্তানি হয়েছে ৪৩ দশমিক ৮৫ বিলিয়ন ডলার। ২০২২-২৩ অর্থবছরের একই সময়ে রপ্তানি হয়েছিল ৪২ দশমিক ৬৩ বিলিয়ন ডলার  এবং প্রবৃদ্ধি ছিল ১০ দশমিক ৬৭ শতাংশ৷ 

ইপিবির এমন তথ্যের পরিপ্রেক্ষিতে বিজিএমইএ বলছে, সবশেষ এপ্রিল ও মে মাসে রপ্তানি একটানা কমে যাওয়ার ফলে ১১ মাসের গড় রপ্তানিতে মন্দাভাব সুস্পষ্টভাবে ফুটে উঠেছে। এই সময়ে পোশাক রপ্তানি লক্ষ্যমাত্রার তুলনায় ৭ দশমিক ৬৩ শতাংশ পিছিয়ে পড়েছে। বিশেষ করে মে মাসে নিটওয়্যার পণ্যের প্রবৃদ্ধি ২০ দশমিক ৭৫ শতাংশ কমেছে এবং ওভেন পোশাক রপ্তানি ১২ দশমিক ৪৮ শতাংশ কমেছে।

সম্প্রতি বিশ্ব অর্থনীতিতে মূল্যস্ফীতি এবং তা নিয়ন্ত্রণে সুদহার বৃদ্ধির ফলে ভোক্তাদের ক্রয় ক্ষমতা কমে এসেছে, ফলে পোশাকের খুচরা বিক্রয় ও আমদানি কমেছে৷ যার প্রমাণ জানুয়ারি-মার্চ সময়ে যুক্তরাষ্ট্রের বৈশ্বিক পোশাক আমদানি কমেছে ৭ দশমিক ১৮ শতাংশ এবং ইউরোপের কমেছে ১২ দশমিক ৮৪ শতাংশ। পাশাপাশি জুলাই ২০২৩ থেকে মার্চ ২০২৪ পর্যন্ত যুক্তরাষ্ট্র ও ইউরোপে আমাদের প্রধান পণ্যের দরপতন হয়েছে ৮%-১৮%)৷

বিশেষকরে ন্যূনতম মজুরি বৃ‌দ্ধি, বিদ্যুৎ-গ্যাস-পরিবহন খরচ বৃদ্ধি, ব্যাংক সুদ সিঙ্গেল ডিজিট থেকে ১৪%-১৫% হওয়া এবং এই সংকটময় সময়ে নগদ সহায়তা কমিয়ে আনার ফলে শিল্প প্রতিযোগিতা সক্ষমতার দিক থেকে পিছিয়ে পড়ছে। তার কিছুটা প্রতিফলন রপ্তানি প্রবৃদ্ধিতে ফুটে উঠেছে।

RY/WA
আরও পড়ুন