ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

সপ্তাহজুড়ে শেয়ারবাজার: সূচক-লেনদেন-মূলধন বাড়ল

আপডেট : ২৯ জুন ২০২৪, ০৯:৪১ এএম

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহজুড়ে (২৩ জুন থেকে ২৭ জুন পর্যন্ত) পাঁচ কার্যদিবসে সূচক বেড়েছে ২.১২ শতাংশ, লেনদেন ৪৮.৮৭ শতাংশ আর বাজার মূলধন ২.৭৭ শতাংশ। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহটিতে সূচক বেড়েছে ২.০৪ শতাংশ। এতে বাজার দুটি ইতিবাচক ধারায় সপ্তাহটি পার করেছে।

শনিবার (২৯ জুন) ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্য বলছে, গত সপ্তাহে ডিএসইএক্স সূচক বেড়েছে ১১১ পয়েন্ট, লেনদেন ৯২০ কোটি টাকা আর মূলধন বেড়েছে ১৭ হাজার ৮৫৯ কোটি টাকা বা ২.৭৭ শতাংশ। সিএসইর বাজারে সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ৩০২ পয়েন্ট বা ২.০৪ শতাংশ।

সপ্তাহজুড়ে ডিএসইর বাজার চিত্রে দেখা গেছে, গত সপ্তাহে এক্সচেঞ্জটিতে মোট লেনদেন হয়েছে ৭৩ কোটি ৮০ লাখ শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের। যা আগের সপ্তাহটিতে হয়েছিল ৫১ কোটি ৫১ লাখ শেয়ার ও ইউনিট ফান্ডের লেনদেন হয়েছে। গত সপ্তাহে মোট টাকার অঙ্কে লেনদেন হয়েছে ২ হাজার ৮০২ কোটি ১৩ লাখ টাকা। যা আগের সপ্তাহে হয়েছিল ১ হাজার ৮৮২ কোটি টাকা। বাজারটিতে যার গড়ে দৈনিক লেনদেন হয়েছে ৫৬০ কোটি ৪২ লাখ টাকা, যা আগের সপ্তাহে ছিল ৩৭৬ কোটি ৪৫ লাখ টাকা।

এদিকে গত সপ্তাহের লেনদেন শেষে ডিএসইএক্স সূচক ১১১.২৮ পয়েন্ট বেড়ে ৫৩৫৫.৪১  পয়েন্টে দাঁড়িয়েছে। যা সপ্তাহের শুরুতে ছিল ৫২৪৪.১৩ পয়েন্টে। এতে প্রধান সূচকটি বেড়েছে ২.১২ শতাংশ। অপর দুই সূচকের মধ্যে ডিএস-৪৭.০৯ সূচক ৩৬.০৯ পয়েন্ট বেড়ে ১৯২২.৫৭ পয়েন্টে এবং ডিএসই শরীয়াহ ৩৭.৪৬ পয়েন্ট বেড়ে ১১৮৩.৫২ পয়েন্টে অবস্থান নিয়েছে।

ডিএসইর বাজার মূলধন গত সপ্তাহের লেনদেনের শুরুতেই ছিল ৬ লাখ ৪৩ হাজার ৬৪৯ কোটি টাকা। যা গত বৃহস্পতিবার (২৭ জুন) শেষে দাঁড়িয়েছে ৬ লাখ ৬১ হাজার ৫০৮ কোটি টাকা। অর্থাৎ সপ্তাহজুড়ে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ১৭ হাজার ৮৫৯ কোটি টাকা।

বাজারটিতে গত সপ্তাহে ৪১২টি কোম্পানি ও ফান্ডের লেনদেন হয়েছে। এরমধ্যে দাম বেড়েছে ৩০০টির, কমেছে ৬৪টির, অপরিবর্তিত ছিল ৩২টি, এবং লেনদেনই হয়নি ১৬ টির।  এছাড়া ডিএসইতে পাঁচ কার্যদিবসের লেনদেনের মধ্যে চার কার্যদিবস সূচক উর্ধ্বমুখী ছিল। লেনদেনে শীর্ষ দশ কোম্পানির তালিকায় প্রথমে উঠেছে ইউনিলিভার কনজুমার কেয়ার লিমিটেড।

কোম্পানিটির শেয়ারের দৈনিক গড়ে লেনদেন হয়েছে ৪৮ কোটি ৪৪ লাখ টাকা। দ্বিতীয় শীর্ষস্থানে উঠেছে রেনেটা লিমিটেড। এ কোম্পানির প্রতিদিন গড় লেনদেনের পরিমাণ ছিল ২৮ কোটি ৭৩ লাখ টাকা। তৃতীয় অবস্থানে ছিল রুপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। যার দৈনিক গড় লেনদেন হয়েছে ১৮ কোটি ৩৪ লাখ টাকা। এরপরে কোম্পানিগুলোর শীর্ষ লেনদেনের তালিকায় যথাক্রমে রয়েছে- ক্যাপটেক ব্যালান্সড গ্রোথ ফান্ড, সী পার্ল বিচ, ব্রিটিশ আমেরিকা টোব্যাকে কোম্পানি বাংলাদেশ লিমিটেড, সিটি জেনারেল ইন্স্যুরেন্স, বিচ হ্যাচারি লিমিটেড, আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, স্কয়ার ফার্মসিউটিকেলস লিমিটেড।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গত সপ্তাহজুড়ে (২৩ জুন থেকে ২৭ জুন) মোট লেনদেন হয়েছে ৩০৮ কোটি টাকা। এদিকে সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ৩০২ পয়েন্ট বেড়ে ১৫০৮৮.৫৯ পয়েন্টে দাঁড়িয়েছে। এছাড়া সিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৩২৭টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ১৬৯টির, কমেছে ১২৬টির, অপরিবর্তিত রয়েছে ৩২টির কোম্পানির শেয়ার দর।

AHA/FI
আরও পড়ুন