ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

শেয়ারবাজারে সূচক, লেনদেন ও মূলধন ইতিবাচক ধারায়

আপডেট : ০৬ জুলাই ২০২৪, ১০:৪৫ এএম

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহজুড়ে ডিএসইএক্স সূচক বেড়েছে ২.৬৫ শতাংশ। একইসাথে লেনদেন প্রায় ১০ শতাংশ এবং বাজার মূলধন ১.৪৪ শতাংশ বেড়েছে। চট্টগ্রামকেন্দ্রিক শেয়ারবাজার সিএসইতে সূচক ও লেনদেন বেড়েছে যথাক্রমে ২.৪৮ ও ১১৬ শতাংশ। শনিবার (৬ জুলাই) ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রে জানা গেছে, গত সপ্তাহে ডিএসইতে পাঁচ (৩০ জুন থেকে ৪ জুলাই পর্যন্ত) কার্যদিবসের মধ্যে চার কার্যদিবস লেনদেন হয়েছে। এরমধ্যে ১ জুলাই ব্যাংক হলিডে থাকায় এদিন লেনদেন হয়নি। এতে এক্সচেঞ্জটিতে লেনদেন শেষে ডিএসইএক্স ১৪২.১৫ পয়েন্ট বেড়ে ৫৪৯৭.৫৬ পয়েন্টে দাঁড়িয়েছে। এ সুচকটি গত সপ্তাহের লেনদেনের শুরুতে ছিল ৫৩৫৫.৪১ পয়েন্টে। বেড়েছে ২.৬৫ শতাংশ। অপর দুই সূচকের মধ্যে ডিএস-৩০ সূচক ২৮.৭৭ পয়েন্ট বেড়ে ১৯৫১.৩৪ পয়েন্টে এবং ডিএসই শরীয়াহ ২৫.১৮ পয়েন্ট বেড়ে ১২০৮.৭০ পয়েন্টে অবস্থান নিয়েছে। 

এদিকে গত সপ্তাহে এক্সচেঞ্জটিতে মোট লেনদেন হয়েছে ৭১ কোটি ৬৭ লাখ শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের। যা আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৭৩ কোটি ৮০ লাখ শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের। সপ্তাহটিতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ২ হাজার ৪৬৩ কোটি ৩০ লাখ টাকা। আর গড়ে দৈনিক এক্সচেঞ্জটিতে লেনদেন হয়েছে ৬১৫ কোটি টাকা। যা আগের সপ্তাহে হয়েছিল ২ হাজার ৮০২ কোটি ১৩ লাখ টাকা, যা গড়ে লেনদেন হয়েছিল ৫৬০ কোটি ৪২ লাখ টাকা। বেড়েছে ৯.৮৯ শতাংশ।

ডিএসইর বাজার মূলধন গত সপ্তাহের লেনদেনের শুরুতেই ছিল ৬ লাখ ৬১ হাজার ৫০৮ কোটি টাকা। আর গত সপ্তাহের শেষ কার্যদিবসে (বৃহস্পতিবার) এসে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৭১ হাজার ৬৩ কোটি টাকা। বাজার মূলধন বেড়েছে ৯ হাজার ৫৫৫ কোটি টাকা। 

বাজারটিতে গত সপ্তাহে ৪১২টি কোম্পানি ও ফান্ড লেনদেনে অংশ নিয়েছে। এরমধ্যে দাম বেড়েছে ৩২৯টির, কমেছে ৪০টির, অপরিবর্তিত ছিল ২৪টি এবং লেনদেনই হয়নি ১৯ টির। 

লেনদেনে শীর্ষ দশ কোম্পানির তালিকায় প্রথমে উঠেছে যমুনা অয়েল কোম্পানি লিমিটেড। কোম্পানিটির শেয়ারের দৈনিক গড়ে লেনদেন হয়েছে ২৯ কোটি ৯৫ লাখ টাকা। দ্বিতীয় শীর্ষস্থানে উঠেছে মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড। এ কোম্পানির প্রতিদিন গড় লেনদেনের পরিমাণ ছিল ২০ কোটি ১৪ লাখ টাকা। তৃতীয় অবস্থানে ছিল বিচ হ্যাচারি লিমিটেড। কোম্পানিটির দৈনিক গড় লেনদেন হয়েছে ১৪ কোটি ২৭ লাখ টাকা। এরপরে কোম্পানিগুলোর শীর্ষ লেনদেনের তালিকায় যথাক্রমে রয়েছে- ওরিয়ন ফার্মাসিউটিক্যালস, আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, সী পার্ল বিচ, ইউনিলিভার কনজুমার কেয়ার, লাভেলো আইসক্রিম ও সালভো কেমিক্যাল।

চট্টগ্রামকেন্দ্রিক শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গত সপ্তাহে মোট লেনদেন হয়েছে ৬৬৮ কোটি ৮ লাখ টাকা। যা এর আগের সপ্তাহে মোট লেনদেন হয়েছিল ৩০৮ কোটি টাকা। সিএসইর প্রধান সূচক সিএএসপিআই বা সার্বিক সূচক ৩৭৫ পয়েন্ট বেড়ে ১৫৪৬৩ পযেন্টে দাঁড়িয়েছে। 

সূচকটি গত সপ্তাহের লেনদেনের শুরুতে ছিল ১৫০৮৮ পয়েন্টে। এছাড়া সিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৩২৩ টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ২৩৭টির, কমেছে ৬৩টির, অপরিবর্তিত রয়েছে ২৩টির কোম্পানির শেয়ার দর।

AHA/FI
আরও পড়ুন