ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

তিন দিনের ব্যবধানে বেড়েছে মুরগির দাম

গত ২১ ডিসেম্বর ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে ২০০ থেকে ২১০ টাকা কেজিতে। আর সোনালি মুরগি মানভেদে প্রতি কেজি ৩২০ থেকে ৩৪০ টাকায় বিক্রি হয়েছে।

আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ০২:০৬ পিএম

রাজধানীর বাজারে তিন দিনের ব্যবধানে ব্রয়লার ও সোনালি মুরগির দাম বেড়েছে কেজি প্রতি ৩০ থেকে ৪০ টাকা। ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) হিসাবে মোতাবেক এ খবর পাওয়া গেছে।

টিসিবির হিসাবে দেখা গেছে, রাজধানীতে গত ১৮ ডিসেম্বর ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে ১৭০ থেকে ১৮০ টাকা কেজিতে।

রাজধানীর বিভিন্ন বাজারে ঘুরে জানা যায়, গত ২১ ডিসেম্বর ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে ২০০ থেকে ২১০ টাকা কেজিতে। আর সোনালি মুরগি মানভেদে প্রতি কেজি ৩২০ থেকে ৩৪০ টাকায় বিক্রি হয়েছে। 

ক্রেতা ও বিক্রেতারা বলছেন, তিন দিন আগেও ব্রয়লার ১৭০ থেকে ১৮০ টাকা দরে এবং সোনালি মুরগি ২৮০ থেকে ৩০০ টাকা দরে বিক্রি হয়েছে।  তিনদিন পর ৩০ থেকে ৪০ টাকা বেড়েছে। 

বাজারে মুরগির সরবরাহের ঘাটতি নেই জানিয়েছেন বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের মহাসচিব খোন্দকার মো. মহসিন।

তিনি বলেন, বাংলাদেশের চেয়ে ভারতে মুরগির দাম বেশি। তাই কিছু মুরগি অবৈধভাবে ভারতে যাচ্ছে। তাছাড়া শীতে পানি কমে আসায় নদী–নালা, খাল–বিলে মাছ কমছে। এখন পর্যটনেরও সময়। বিয়ের মতো সামাজিক–ধর্মীয় অনুষ্ঠানও ব্যাপকভাবে বেড়েছে। এসব কারণে মুরগির চাহিদা বাড়ায় দাম বেড়েছে।

RA/AHA
আরও পড়ুন