ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

টাটকা সবজিতে ভরপুর বাজার, দামেও স্বস্তি

বর্তমান বাজারে অন্যান্য জিনিসের তুলনায় সবজি কিনে স্বাচ্ছন্দ্য বোধ হচ্ছে। কারণ বর্তমানে সবজির দাম কম যাচ্ছে।

আপডেট : ১০ জানুয়ারি ২০২৫, ০২:৫৬ পিএম

শীত বাড়ার সঙ্গে সঙ্গে বাজারে বেড়েছে সবজির সরবরাহ। ২-৩ সপ্তাহের ব্যবধানে কমেছে সব ধরনের সবজির দাম। শুক্রবার (১০ জানুয়ারি) রাজধানীর কয়েকটি বাজার ঘুরে এ চিত্র দেখা যায়। তবে দুই একটি সবজির এখন মৌসুম না হওয়ায় সেগুলোর দাম কিছুটা বাড়তি যাচ্ছে।

বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি গোল ও লম্বা বেগুন বিক্রি হচ্ছে ৪০-৫০ টাকা দরে। প্রতি কেজি মুলা ১৫-২০টাকা, পেঁপে ও শালগম ২০-৩০ টাকা, প্রতি পিস ফুলকপি ১০-২০ টাকা, একইভাবে প্রতি পিস বাধাকপিও বিক্রি হচ্ছে ১০-২০ টাকায়, টমেটো ৬০ টাকা। এছাড়া পেঁয়াজের ফুল প্রতি মুঠো ১০ টাকায় বিক্রি হচ্ছে। শসা ৩০-৪০ টাকা, বিচি যুক্ত শিম ৬০ টাকা, সাধারণ শিম ৩০ টাকা, নতুন আলু ৪০ টাকা এবং কাঁচা মরিচ ৬০ টাকা বিক্রি হচ্ছে।

সাপ্তাহিক ছুটির দিনে বাজার করতে আসা ক্রেতা ফরিদ আহমেদ বলেন, বর্তমান বাজারে অন্যান্য জিনিসের তুলনায় সবজি কিনে স্বাচ্ছন্দ্য বোধ হচ্ছে। কারণ বর্তমানে সবজির দাম কম যাচ্ছে। আমরা চাই, সবজির এমন দামের মতো বাজারে অন্যান্য পণ্য সাধারণ ক্রেতাদের এমন ক্ষমতার মধ্যে আসুক। 

সবজি বিক্রেতা আলম মিয়া বলেন, প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর পরিমাণে সবজি ঢাকায় আসছে। সব সবজি নতুন এবং টাটকা, আগের তুলনায় বাজারে সবজির সরবরাহ বেশি হওয়ার কারণে বাজারে সবজির দাম কমে গেছে। 

AHA/KK
আরও পড়ুন