পবিত্র রমজান মাস শুরুর আগেই পাকা কলার বাজারে আগুন লেগেছে। অসাধু ব্যবসায়ীদের অসাধু কর্মকাণ্ডে ক্রেতা সাধারণ হতাশ হয়ে পড়েছে। শনিবার (১ মার্চ) রাতে রাজধানীর কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে এমন চিত্র।
রমজান মাস উপলক্ষ্যে রোজাদারদের মাঝে পুষ্টি গুণসম্পন্ন পাকা কলার চাহিদা থাকে বেশি। রোজাদারদের চাহিদার অনুকূলে বাজারের অসাধু ব্যবসায়ীরা অধিক মুনাফা লাভের আশায় পাকা কলার দাম দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। গত সপ্তাহে বাজারে চম্পা কলার ডজন ছিল ৩০ থেকে ৪০ টাকা। সেই কলা লাফিয়ে বেড়ে এখন বিক্রি হচ্ছে ৬০ টাকা ডজন। এছাড়া সবরি কলা বিক্রি হচ্ছে ১২০ টাকা ডজন যা গত সপ্তাহে বিক্রি হয়েছে ৭০ থেকে ৮০ টাকায়।
রোববার (২ মার্চ) সকালে রাজধানীর কচুক্ষেত বাজারেও গিয়ে দেখা গেছে এমন চিত্র। সাগর কলা বিক্রি হচ্ছে ১০০ টাকা ডজন যা কয়েকদিন আগেও বিক্রি হয়েছে ৭০-৮০ টাকা ডজন।
এদিকে কলার খুচরা বিক্রেতারা মূল্য বৃদ্ধির জন্য পাইকারি ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। তাদের দাবি, রোজায় পাকা কলার চাহিদা বাড়ায় পাইকারি ব্যবসায়ীরা দাম বাড়িয়েছে। তবে কৃষক সে পরিমাণ দাম না পেলেও মধ্যস্বত্বভোগীরা লাভটা নিয়ে নিচ্ছেন।

পাকা কলার খুচরা বিক্রেতা আজাদ হোসেন বলেন, রমজান উপলক্ষ্যে পাইকারি আড়ৎদাররা কলার দাম দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। এখানে আমাদের কোনো দোষ নেই। আমরা যেমন কিনি তেমনি বিক্রি করে থাকি।
ক্রেতাদের অভিযোগ, রমজানকে কেন্দ্র করে কলার দাম বাড়ানো হয়েছে। অন্যান্য পণ্যের দাম বাড়ার সঙ্গে সঙ্গে কলার দামও বাড়তি। চাহিদা অনুযায়ী জোগান থাকলে দাম বাড়ার কোনো আশঙ্কা নেই। এগুলো তো আর বিদেশ থেকে আমদানী করা হয়না যে এভাবে দাম বৃদ্ধি পাবে।
