ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

এনবিআর সংস্কার : আলোচনায় বসতে রাজি অর্থ উপদেষ্টা

আপডেট : ১৮ মে ২০২৫, ০৩:৩৩ পিএম

অংশীজনদের মতামত উপেক্ষা করে জারি করা এনবিআর বিলুপ্তির অধ্যাদেশ বাতিলের দাবিতে আন্দোলনে নেমেছেন প্রতিষ্ঠানটির বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীরা। তিন দফা দাবিতে চলমান আন্দোলনের মধ্যে সুখবর এসেছে। অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করতে রাজি হয়েছেন।

মঙ্গলবার (২০ মে) বিকাল সাড়ে ৩টায় অর্থ মন্ত্রণালয়ে আলোচনায় বসবেন তিনি। রোববার (১৮ মে) দুপুরে এনবিআরের জনসংযোগ কর্মকর্তা আল আমিন শেখ এই তথ্য নিশ্চিত করেছেন। 

এদিকে, রোববার সকাল ৯টা থেকে বিকেল তিনটা পর্যন্ত এনবিআর ও এনবিআরের অধীন সব কাস্টম হাউজ, শুল্ক স্টেশন, ভ্যাট কমিশনারেট ও আয়কর অফিসে কলমবিরতি চলছে। কলম বিরতি শেষ হওয়ার আগেই আলোচনায় বসার খবর এসেছে। 

তবে শনিবার কর্মসূচি ঘোষণার সময় এনবিআর সংস্কার ঐক্য পরিষদের প্রতিনিধিরা জানিয়েছেন, তারাও আলোচনার মাধ্যমে এই অচলাবস্থার নিরসন করতে রাজি। 

গত ১২ মে মধ্যরাতে এনবিআর বিলুপ্ত করে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে দুটি বিভাগ করার বিষয়ে অধ্যাদেশ জারি করে অন্তর্বর্তী সরকার। গত ১৭ এপ্রিল উপদেষ্টা পরিষদে খসড়া অনুমোদনের ২৫ দিন পর এই অধ্যাদেশ জারি করা হয়। অধ্যাদেশের খসড়াতেই আপত্তি জানিয়ে এটি বাতিলের দাবি তোলে আয়কর ও শুল্ক ক্যাডারদের সমিতি। ক্যাডার সার্ভিসের বাইরের কর্মকর্তা-কর্মচারীরাও এই দাবির পক্ষে এক জোট হন।

এদিকে গত বৃহস্পতিবারের সংবাদ সম্মেলনে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের পক্ষ থেকে তিন ধরনের দাবি জানানো হয়। দাবিগুলো হলো:

১. প্রণীত রাজস্ব অধ্যাদেশ অবিলম্বে বাতিল করা;

২. জাতীয় রাজস্ব বোর্ড সংস্কার সংক্রান্ত পরামর্শক কমিটির প্রতিবেদন জনসমক্ষে প্রকাশ করা;

৩. পরামর্শক কমিটির প্রতিবেদন এবং অর্থনৈতিক অবস্থা বিষয়ক শ্বেতপত্র আলোচনা-পর্যালোচনাপূর্বক প্রত্যাশী সংস্থাসমূহ, ব্যবসায়ী সংগঠন, সুশীল সমাজ, রাজনৈতিক নেতৃত্ব।

AA/AHA
আরও পড়ুন