অর্থ উপদেষ্টার সঙ্গে মঙ্গলবারের বৈঠক ফলপ্রসূ না হওয়ায় আগামী ২৪ মে থেকে পূর্ণাঙ্গ কর্মবিরতির ডাক দিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ।
একই সঙ্গে বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান এবং এনবিআর চেয়ারম্যানের পদত্যাগের দাবি জানিয়েছে আয়কর ও কাস্টমসে কর্মরত ক্ষুব্ধ কর্মকর্তা-কর্মচারীরা।
বুধবার দুপুরে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ আগারগাঁও রাজস্ব ভবনে সংবাদ সম্মেলনের আয়োজন করে।
এ সময় ঐক্য পরিষদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন অতিরিক্ত কর কমিশনার হাসিনা আক্তার, উপকর কমিশনার মোস্তাফিজুর রহমান এবং কাস্টমসের উপকমিশনার শাহাদাত জামিল শাওন।
অতিরিক্ত কর কমিশনার হাসিনা আক্তার বলেন, মঙ্গলবারের সভার শুরুতেই অর্থ উপদেষ্টা বলেন, ‘আমি মিটিং দীর্ঘ করব না। কর থেকে একজন, কাস্টমস থেকে একজন এবং সংস্কারবিষয়ক পরামর্শক কমিটি থেকে যে কোনো তিনজন কথা বলতে পারবেন। আমি ৬-৭ মিনিটের বেশি দেব না। কেবিনেট সচিব এবং জনপ্রশাসন সচিবের সঙ্গে আরেকটি মিটিং আছে। এ সময়ের মধ্যে মিটিং শেষ করতে সময় গণনার জন্য কে থাকবেন সেটিও জিজ্ঞাসা করেন তিনি।’
এর ফলে অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠকে ঐক্য পরিষদের ১৩ জন প্রতিনিধির মধ্যে মাত্র ২ জন প্রতিনিধি বক্তব্য রাখার সুযোগ পেয়েছেন। তারা এনবিআরকে অক্ষুণ্ণ রেখে এটিকে আরও শক্তিশালী, আধুনিক ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠানে পরিণত করার যুক্তিতর্ক তুলে ধরেন।
হাসিনা আক্তার আরও বলেন, সভায় অর্থ উপদেষ্টা জানান বাস্তবায়ন পর্যায়ে ঐক্য পরিষদের উদ্বেগগুলো আমলে নেওয়ার চেষ্টা করবেন। কিন্তু মিটিং শেষে অর্থ উপদেষ্টা সংবাদমাধ্যমে বলেছেন, দেশ ও ব্যবসায়ীদের স্বার্থে যে অধ্যাদেশ অনুমোদন হয়েছে তা থাকবে। ঐক্য পরিষদের পরামর্শগুলো উপদেষ্টা পরিষদের সঙ্গে আলোচনা করে বিধি বা অন্য কিছুর মাধ্যমে সমাধানে চেষ্টা করা হবে। এ বিষয়ে আর কোনো আলোচনা নয় বলে তিনি জানিয়েছেন। ঐক্য পরিষদের আন্দোলন চলবে কী চলবে না সে বিষয়ে কিছু আসে-যায় না। তিনি বলেন, সরকারের নীতিনির্ধারকদের এ বক্তব্য আমাদের মারাত্মকভাবে আহত করেছে।
তিনি আরও বলেন, একটি বিষয় শুরু থেকেই প্রতীয়মান যে, কর্মকর্তা-কর্মচারীদের নিয়মতান্ত্রিক এই কর্মসূচির ব্যাপকতা ও যৌক্তিকতার বিষয়ে এনবিআরের চেয়ারম্যান সরকারের নীতিনির্ধারকদের সঠিক তথ্য প্রদান না করে বরং প্রকৃত তথ্য আড়াল করেছেন, যা পরিস্থিতিকে এ অবস্থানে নিয়ে এসেছে। এ অবস্থায় অধ্যাদেশ বাতিলসহ এনবিআর চেয়ারম্যানকে অপসারণের দাবি জানাচ্ছে ঐক্য পরিষদ।
দাবি আদায়ে ৫ দফা
এদিকে দাবি আদায়ে ৫ দফা কর্মসূচি ঘোষণা করেছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। এগুলো হচ্ছে-মঙ্গলবার থেকে এনবিআর চেয়ারম্যানের সঙ্গে লাগাতার অসহযোগ কর্মসূচি পালন করা হবে।
বৃহস্পতিবার দুপুরে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের দাবির বিষয়ে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়া হবে। এদিন এনবিআরের অধীনস্থ সব দপ্তরে অবস্থান কর্মসূচি পালন করা হবে। তবে রপ্তানি ও আন্তর্জাতিক যাত্রীসেবা এর আওতামুক্ত থাকবে।
শনি ও রোববার কাস্টম হাউজ এবং এলসি স্টেশন ছাড়া আয়কর, কাস্টমস ও ভ্যাট বিভাগের সব দপ্তরে পূর্ণাঙ্গ কর্মবিরতি চলবে। এই দুদিন কাস্টম হাউজ এবং এলসি স্টেশনে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কর্মবিরতি চলবে।
তবে রপ্তানি ও আন্তর্জাতিক যাত্রীসেবা কর্মবিরতির আওতামুক্ত থাকবে। সোমবার থেকে আন্তর্জাতিক যাত্রীসেবা ছাড়া আয়কর, কাস্টমস ও ভ্যাট বিভাগের সব দপ্তরে পূর্ণাঙ্গ কর্মবিরতি চলবে।
