ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

সবজির বাজারে স্বস্তি, ক্রেতা কম

আপডেট : ১৩ জুন ২০২৫, ০৮:১৬ পিএম

ঈদুল আজহা অনুষ্ঠিত হয়েছে গত ৬ দিন আগে। সাধারণত ঈদের ৩-৪ দিন পর থেকে স্বরূপে ফিরে আসে ঢাকা। কিন্তু এবারের চিত্রটা একেবারে ভিন্ন। যার প্রভাব পড়েছে রাজধানীর কাঁচা বাজারগুলোতে। 

বাজারে ক্রেতা সংখ্যা তুলনামূলক কম। পাশাপাশি দুই এক রকমের সবজি ছাড়া সবগুলোর দামই স্বাভাবিক রয়েছে। আজকের বাজারে বেশিরভাগ সবজির দামই প্রতি কেজি ৪০ থেকে ৬০ টাকার ঘরে রয়েছে।

শুক্রবার (১৩ জুন) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে সবজির দামের এমন চিত্র দেখা গেছে।

আজকের বাজারে প্রতি পিস লাউ বিক্রি হচ্ছে ৪০ টাকায়, পেঁপে প্রতি কেজি ৪০ টাকা, মিষ্টি কুমড়া প্রতি কেজি ৪০ টাকা, ঢেঁড়স প্রতি কেজি ৪০ টাকা, করলা প্রতি কেজি ৬০ টাকা, পটল প্রতি কেজি ৬০ টাকা, কাঁকরোল প্রতি কেজি ৬০ টাকায় বিক্রি হচ্ছে।

এছাড়া বরবটি প্রতি কেজি ৬০ টাকা, শসা ৬০ টাকা, চিচিঙ্গা ৬০ টাকা,  ঝিঙ্গা ৬০ টাকা, ধন্দুল ৬০ টাকা, কচুমুখি ৮০ টাকা, টমেটো ৮০ টাকা, গাজর ৮০ টাকা, কাঁচা মরিচ ৮০ টাকা এবং কঁচুর লতি প্রতি কেজি ৬০ টাকায় বিক্রি হচ্ছে।

রাজধানীর রামপুরা বাজারে সবজি কিনতে আসা আকবর হোসেন নামক এক ক্রেতা বলেন, বাজারে সবজির দাম তুলনামূলক কমই আছে। বাজারেও ক্রেতাদের উপস্থিতি বলতে গেলে খুবই কম।

মালিবাগ বাজারের আরেক সবজি বিক্রেতা জামসেদ রহমান বলেন, সবজির সরবরাহ কম থাকলেও বাজারে সবজির দাম স্বাভাবিক রয়েছে। বেশিরভাগ সবজি ৪০ থেকে ৬০ টাকার ঘরে।বাজারে ক্রেতা কম, সবজি বিক্রেতাদের সংখ্যাও কম এখন। ধারণা করা যায় আগামী রোববার থেকে বাজারে তাদের সমাগম ঘটবে।

মগবাজার বাজারের সবজি বিক্রেতা তানজিদ রহমান বলেন, ঈদের পর থেকে এখন পর্যন্ত বাজারে ক্রেতা নেই বললেই চলে। অনেক বিক্রেতা এখনো নিজেদের দোকান খুলতে শুরু করেনি। সব মিলিয়ে সবজির বাজারে অনেকটাই ক্রেতাশূন্য অবস্থা।

AA/AHA
আরও পড়ুন