বিশ্ববাজারে সয়াবিন বীজ, পাম ও সূর্যমুখী তেলের দাম বেড়েছে। তবে ক্যানোলার দাম কমেছে। পূর্বাভাস অনুযায়ী, ক্যানোলার দাম কমলেও সানফ্লাওয়ার ও পাম তেলের দাম বছরজুড়েই বাড়তে পারে।
ট্রেড ইকোনোমিকসের তথ্যমতে, শনিবার (১৬ আগস্ট) সকালে প্রতি বুশেল সয়াবিনের বীজ বিক্রি হয়েছে ১ হাজার ২২ ডলার ৭৫ সেন্টে। মাস ব্যবধানে দাম বেড়েছে প্রায় ১ শতাংশ।
উর্ধ্বমুখী পাম তেলের দামও। মাস ব্যবধানে প্রায় ৭ শতাংশ বেড়ে বর্তমানে প্রতি টন বিক্রি হচ্ছে ১ হাজার ৭২ ডলার ১৬ সেন্টে।
এদিকে, সপ্তাহ ব্যবধানে ২ দশমিক ৩৬ শতাংশ আর মাস ব্যবধানে ৫ দশমিক ৮৭ শতাংশ বেড়ে প্রতি টন সূর্যমুখীর তেল বিক্রি হচ্ছে ৮২ ডলারে।
তবে দাম কমেছে ক্যানোলার। মাস ব্যবধানে ২ দশমিক তিন এক শতাংশ দাম কমে প্রতি টন এই তেল বিক্রি হচ্ছে ৪৭৭ ডলার ৫৯ সেন্টে।
ইসরাইলি হামলায় গাজায় নিহত আরও ৫১ ফিলিস্তিনি
পাকিস্তানে বন্যা ও ভূমিধসে নিহত বেড়ে ২৫০