ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ডিএসইর মূলধন কমলো ৩৫০২ কোটি টাকা

আপডেট : ২২ আগস্ট ২০২৫, ০৩:১৯ পিএম

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বাড়লেও এক সপ্তাহে বাজার মূলধন কমেছে ৩ হাজার ৫০২ কোটি টাকা। সপ্তাহ শেষে ডিএসইর মোট বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৮ হাজার ১৮১ কোটি টাকা, যা আগের সপ্তাহের তুলনায় ০.৪৯ শতাংশ কম।

তবে সূচক ও লেনদেন বেড়েছে। সপ্তাহজুড়ে ডিএসইএক্স বেড়েছে ২৪.৭১ পয়েন্ট (০.৪৬%), ডিএসই-৩০ বেড়েছে ১৫.৬২ পয়েন্ট (০.৭৫%) এবং ডিএসইএস বেড়েছে ১৭.১৭ পয়েন্ট (১.৪৮%)। লেনদেন হয়েছে ৪ হাজার ৫৩৫ কোটি ৬৯ লাখ টাকার, যা আগের সপ্তাহের চেয়ে ১ হাজার ৮৯ কোটি বেশি।

৩৯৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড ইউনিটের মধ্যে দাম বেড়েছে ২৪১টির, কমেছে ১২৯টির এবং অপরিবর্তিত ছিল ২৪টির।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে, তবে লেনদেন কমেছে। সপ্তাহজুড়ে সিএএসপিআই বেড়ে হয়েছে ১৫০২৪.৯৪ পয়েন্ট, সিএসসিএক্স ৯২১৮.২১ পয়েন্ট। লেনদেন কমে দাঁড়িয়েছে ৬৮ কোটি ৮৭ লাখ টাকায়, যা আগের সপ্তাহের চেয়ে ৬ কোটি ৯১ লাখ টাকা কম।

RF/AHA
আরও পড়ুন