ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

নির্বিঘ্নে ভ্রমণ করতে পারবেন বান্দরবানে

আপডেট : ০৩ অক্টোবর ২০২৫, ০৩:৩৩ পিএম

এখন থেকে পর্যটকরা নির্বিঘ্নে ভ্রমণ করতে পারবেন বান্দরবান জেলা সদরসহ সব উপজেলায়। পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২ অক্টোবর) সকালে এমন তথ্য জানান বান্দরবান জেলা প্রশাসক শামীম আরা রিনি।

সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক আছে উল্লেখ করে জেলা প্রশাসক বলেন, ‘সকালে আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, সীমান্তের ওপারে গোলাগুলির শব্দ শোনা গেছে। এ ছাড়া নাইক্ষ্যংছড়ি উপজেলায়ও পরিস্থিতি স্বাভাবিক আছে। উপজেলায় কোনো রেড অ্যালার্ট জারি হয়নি।’

এরই মধ্যে প্রচুর পর্যটক সেখানে সমাগম শুরু করেছেন উল্লেখ করে তিনি আরো বলেন, ‘দীর্ঘদিন বন্ধ থাকার পর গত ১ অক্টোবর থেকে বান্দরবানের অন্যতম দর্শনীয় স্থান কেওক্রাডং পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে।’

ভ্রমণের প্রসঙ্গ টেনে জেলা প্রশাসক আরো বলেন, ‘আগত দেশি-বিদেশি পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা নিয়ে শঙ্কার কিছু নেই। তারা নির্বিঘ্নে ভ্রমণ করতে পারবেন।’

এদিকে এমন ঘোষণার পর থেকেই বেশ উচ্ছ্বাসিত দেখা যায় ভ্রমণ পিপাসুদের। তারা সন্তুষ্টি প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা পোস্ট এবং মন্তব্য শেয়ার করে যাচ্ছেন।

IMS/FJ
আরও পড়ুন