ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

মদ বেচে বিলিয়নিয়ার ললিত খৈতান

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৩, ১০:২৬ এএম

হাজার কোটির ক্লাবে ভারতীয় শিল্পপতি ললিত খৈতান। তার জন্ম কলকাতায়। বর্তমানে তিনি দিল্লি ভিত্তিক মদ প্রস্তুতকারী সংস্থা রেডিকো খৈতানের চেয়ারম্যান। ৮০ বছর বয়সে বিলিয়নিয়ারদের তালিকায় তার নাম।

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, ললিত খৈতানের কোম্পানি ম্যাজিক মোমেন্টস ভদকা, এইট পিএম হুইস্কি, ওল্ড অ্যাডমাইরাইল ব্র্যান্ডিসহ বিভিন্ন মদের জন্য বিখ্যাত। ভারতের বিভিন্ন জায়গায় এ সংস্থার ২৮টি প্লান্ট রয়েছে। এছাড়াও বিশ্বের ৮৫টি দেশে এ সংস্থার মদ বিক্রি করা হয়।

ফোর্বস এক প্রতিবেদনে জানিয়েছে, দিল্লির সংস্থা রেডিকো খৈতান চেয়ারম্যান ড. ললিত খৈতান। ২০২৩ সালে ড. ললিত খৈতানের সংস্থাটি প্রকাশ্যে ৫০ শতাংশের বেশি লাভ করেছে। বর্তমানে তার মোট সম্পদের পরিমাণ এক বিলিয়ন বা একশ কোটি ডলার পৌঁছেছে।

FI
আরও পড়ুন