চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগে চার্লস ইউনিভার্সিটি ক্যাম্পাসে বন্দুকধারীর গুলিতে অন্তত ১৫ জন নিহত ও ২৪ জন আহত হয়েছেন। পুলিশের গুলিতে মারা গেছে বন্দুকধারী।
হামলাকারী বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয় ভবনের চতুর্থ তলা থেকে গুলি চালানো শুরু করেন। পরে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
হামলার পর বিশ্ববিদ্যালয়–সংলগ্ন বেশ কিছু সড়ক বন্ধ করে দেয় পুলিশ।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এ ঘটনার কারণে একাধিক কর্মসূচি বাতিল করেছেন চেক প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী পেট্রো ফিয়ালা।
পুলিশ জানিয়েছে, হামলাকারী প্রাগের ২১ কিলোমিটার দূরবর্তী একটি গ্রামের বাসিন্দা।
