ঢাকা
মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

যুদ্ধজাহাজের ক্ষতি স্বীকার করলো মস্কো

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৩, ০১:০২ পিএম

কৃষ্ণ সাগরের একটি বন্দরে ইউক্রেনের বিমান হামলায় রুশ যুদ্ধজাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে মস্কো। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিবিসির এক প্রতিবেদনে রুশ-অধিকৃত ক্রিমিয়ার ফিওডোসিয়ায় এ হামলা চালানো হয়।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, সেনা ও সামরিক যান পরিবহনের জাহাজ নভোচেরকাস্কতে ইউক্রেনীয় বিমানের ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।

অন্যদিকে ইউক্রেনের বিমানবাহিনীর প্রধান এর আগে বলেছেন, তাদের যুদ্ধবিমান জাহাজটিকে ধ্বংস করেছে।

ক্রিমিয়ার প্রধান সের্গেই আকসিওনভের মতে, হামলায় একজন নিহত হয়েছেন। আরো বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। এ ছাড়া ছয়টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অল্পসংখ্যক লোককে অস্থায়ী আবাসনকেন্দ্রে নেয়া হয়েছে।

FI
আরও পড়ুন