ভুবনেশ্বরগামী এয়ার ইন্ডিয়া ফ্লাইটের ইঞ্জিনে বিস্ফোরণের শব্দ হওয়ায় কলকাতায় জরুরি অবতরণ করা হয়েছে। সোমবার (৮ জানুয়ারি) বিকেলে এ ঘটনা ঘটে।
ভারতীয় গণমাধ্যমের একটি প্রতিবেদনে বলা হয়েছে, কলকাতা-ভুবনেশ্বর-বেঙ্গালুরু ফ্লাইটটি নির্ধারিত সময় থেকে ৪০ মিনিট পিছিয়ে বিকেল ৫টা ১০ মিনিটে দমদম বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে। যাত্রা শুরুর প্রায় আধঘণ্টা পর যাত্রীরা একটি বিস্ফোরণের শব্দ শুনতে পান।
বিস্ফোরণের কিছুক্ষণ পরে পাইলট ঘোষণা করেন, ইঞ্জিনে যান্ত্রিক সমস্যা দেখা দিয়েছে। এ কারণে ফ্লাইটটি নিজ গন্তব্যে না গিয়ে কলকাতায় ফিরিয়ে নেওয়া হচ্ছে। জরুরি অবতরণের প্রায় ৪৫ মিনিট পরে বিমান থেকে যাত্রীদের নামিয়ে আনা হয়। তবে এ ঘটনায় বিস্তারিত জানায়নি এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ।
পরবর্তীতে এক বিবৃতিতে বলা হয়, কলকাতা থেকে ভুবনেশ্বরগামী আমাদের একটি বিমানে যান্ত্রিক সমস্যা দেখা দেয়। সে জন্য সতর্কতামূলকভাবে বিমানটি কলকাতায় ফিরে আসে এবং নিরাপদে জরুরি অবতরণ করে। যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিতে আমরা বিকল্প উপায় বের করি।
সূত্র : টাইমস অব ইন্ডিয়া, হিন্দুস্তান টাইমস।
