ফসলের ন্যায্যমূল্যের দাবিতে ভারতে দ্বিতীয় দিনে আন্দোলনরত কৃষকের ওপর কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে পুলিশ। বুধবার (১৪ ফেব্রুয়ারি) সকালে এ বিক্ষোভ শুরু হয়।
কেন্দ্রীয় সরকারের কৃষি আইন সংস্কারের উদ্যোগ নেওয়ার প্রতিবাদে ২০২০ সালের নভেম্বরে বিক্ষোভ শুরু করেন ভারতের কৃষকেরা। সেবার দেড় বছরের বেশি সময় বিক্ষোভ করেন তারা। ২০২১ সালের জানুয়ারিতে প্রজাতন্ত্র দিবসে দিল্লিতে ঢুকে পড়েছিলেন কৃষকেরা। তবে এবার কৃষকদের ঠেকাতে আগে থেকেই তৎপর নরেন্দ্র মোদির সরকার।

হরিয়ানা রাজ্য পুলিশ জানিয়েছে, মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) রাতে পুলিশকে লক্ষ্য করে ‘ব্যাপক ইটপাটকেল’ ছোড়া হয়। এতে পুলিশের ২৪ কর্মকর্তা আহত হয়েছেন। সূত্র: এনডিটিভি
