যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যের মায়ামি বন্দর থেকে বিশ্বের সবচেয়ে বড় প্রমোদতরী ‘আইকন অব দ্য সিজ’ যাত্রা শুরু করেছে। শনিবার (২৭ জানুয়ারি) সূর্যাস্তের আগে এই যাত্রা শুরু করে জাহাজটি। যা টাইটানিকের চেয়েও পাঁচগুণ বড়।
আইকন অব দ্য সিজের দৈর্ঘ্য ৩৬৫ মিটার (১,১৯৭ ফুট)। মোট ওজন ২ লাখ ৫০ হাজার ৮০০ টন। এই ক্রুজ জাহাজে রয়েছে ২০টি ডেক, ৭টি সুইমিং পুল, ৬টি ওয়াটার স্লাইড। এছাড়াও জাহাজটির সবচেয়ে উপরের ডেকে আছে ৪০টির বেশি বার, রেস্তোরা, লাউঞ্জ এবং বিনোদনস্থল। বিশাল এই তরীতে থাকতে পারবেন অন্তত ৭ হাজার ৬০০ জন যাত্রী। যেখানে ২ হাজার ৩৫০ জন ক্রুর আলাদাভাবে থাকার বন্দোবস্তও রয়েছে।
জাহাজটি মোট ৮টি আলাদা অংশে বিভক্ত। প্রত্যেকটি ভাগের বৈশিষ্ট্য আলাদা। কোনোটি তরুণ যুগলদের জন্য, আবার কোনোটি বৃদ্ধদের মনোরঞ্জনের জন্য। আছে শিশুদের জন্য আলাদা এলাকাও। যেখানে কেবল শিশুদের জন্য নির্ধারিত সেবাই মিলবে। বিশালাকৃতির এই জাহাজটি চালাতে আশ্রয় নেওয়া হয়েছে তুলনামূলক আধুনিক পদ্ধতির। জাহাজটির মূল জ্বালানি হিসেবে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস ব্যবহার করা হলেও এতে ফুয়েল সেল প্রযুক্তিও রাখা হয়েছে। সূত্র : বিবিসি।
