ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

টাইটানিকের সেই দরজা প্রায় ৮ কোটি টাকায় বিক্রি

আপডেট : ২৮ মার্চ ২০২৪, ০৭:০৩ পিএম

বিশ্বখ্যাত টাইটানিকের ভাসমান একটি দরজা রক্ষা করেছিল রোজ-এর জীবন। সেই দরজাটি নিলামে কমপক্ষে ৭ লাখ ১৮ হাজার ৭৫০ ডলারে (বাংলাদেশি মুদ্রায় ৭ কোটি ৮৩ লাখ টাকা) বিক্রি হয়েছে। টাইটানিক জাহাজের বিয়োগান্তক ঘটনাকে নিয়ে নির্মিত হয় বিশ্বকাঁপানো ছবি ‘টাইটানিক’। এই ছবিতে জাহাজ থেকে বেঁচে ফেরা রোজ চরিত্রে অভিনয় করেন কেট উইন্সলেট। ছবিতে তিনি যে দরজা ধরে বেঁচেছিলেন এবং যে পোশাক পরেছিলেন, তা নিলামে বিক্রি হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন ইন্ডিয়ান এক্সপ্রেস। 

টাইটানিক ছবির ২৫ বছর পরও এর মূল বক্তব্য, উপজীব্য এখনও দর্শকদের হৃদয়ে স্থান করে নিয়েছে। ছবিটি নানা কারণে স্মরণীয় হয়ে আছে। এতটা বছর পরও এই ছবির যে সিনেমাটিক দীপ্ততা, লিওনার্দো ডিক্যাপ্রিও এবং কেট উইন্সলেটের অবিস্মরণীয় এবং সাহসী যে অভিনয় তা এখনও প্রশংসা কুড়ায়। কিন্তু ভক্তদের আগ্রহ জন্মেছে আরও কিছু ইস্যুতে। তা হলো ওই সিনেমার সেই দরজা, যা রোজের জীবন বাঁচিয়েছিল সেই ভয়াবহ ঠাণ্ডা সমুদ্রে। অস্কার পুরস্কারজয়ী এই ছবিতে করুণ সমাপ্তি ঘটায় এই দরজা।

একে আশ্রয় করে বেঁচে যান রোজ। কিন্তু মৃত্যু ঘটে জ্যাক নাম ভূমিকায় অভিনয়কারী ডিক্যাপ্রিওর। ওই দরজাটি তার মৃত্যুর একটি স্মারক হয়ে উঠেছে। ফলে দ্য হলিউড রিপোর্টার বলেছে, এই দরজা ৭ লাখ ১৮ হাজার ৭৫০ ডলারে নিলামে বিক্রি হয়েছে। ভক্তরা একে কাঠের তৈরি মনে করবেন।

কিন্তু হেরিটেজ অকশন্স ট্রেজারি ব্যাখ্যা দিয়েছে এতে আছে ওই জাহাজের প্রথম শ্রেণির লাউঞ্জে প্রবেশ পথের কাঠের ফ্রেমের অংশবিশেষ। ছবিতে কেট যে শিফনের ড্রেস পরেছিলেন তাও ওই নিলামে বিক্রি হয়েছে এক লাখ ২৫ হাজার ডলারে। 
 

 

 

SI/SA
আরও পড়ুন