ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

এক ধপাসেই খায়েশ পূরণ!

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৫৫ পিএম

হাতি কোনো কারণ ছাড়া হিংস্র এবং আক্রমণাত্মক হয় না। হাতি শান্ত ও সরল প্রকৃতির জন্য পরিচিত। বনের প্রাণীদের কাছাকাছি যেতে নেই। দূর থেকে দেখাই নিরাপদ। আর অহেতুক প্রাণীদের বিরক্ত করলে হিতে বিপরীত হওয়াটাই অস্বাভাবিক নয়। যেমনটি ঘটেছে এক মহিলার ক্ষেত্রে। হাতিকে পেছনে রেখে মহিলার ভিডিও করার খায়েশ এক ধাক্কায় ছিটকে ধপাস করে মাটিতে পড়ে পূরণ হয়েছে।

ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ইতিমধ্যে ভিডিওটি ২৩ মিলিয়নের বেশি দেখা হয়েছে। ভিডিওতে দেখা যায়, একজন মহিলা প্রথমে তার হেলমেট খুলে ফেলেন। তারপর ক্যামেরাকে কিছু বলার পর হাতির কাছাকাছি চলে যান। সেই সময় হাতিটি পাতা খাওয়ায় মনোযোগী ছিল। হাতিটি হঠাৎ মহিলাকে তার খুব কাছে দাঁড়িয়ে থাকতে দেখে।

ওই মহিলাটি খুব কাছে যাওয়ার পরই হাতিটি রেগে যায়। দুই পা সামনে এসে হাতি তার শুঁড়টি জোর করে দুলিয়ে মহিলাকে দূরে ফেলে দেয়। মহিলা আতঙ্কে উঠে দৌড়াতে শুরু করেন এবং কিছুদূর গিয়ে থামেন। এই সময় তিনি তার দুই হাত দিয়ে কোমর চেপে ধরে রাখেন। দেখে সহজেই অনুমান করা যায় যে, হাতির শুঁড়ের আঘাতে পড়ে যাওয়ার কারণে মহিলার কোমরে গুরুতর আঘাত লেগেছে।

তবে এই ঘটনার ভিডিওটি মাইক্রো ব্লগিং সাইট 'এক্স' (আগের টুইটার)-এ ভাইরাল হয়েছে। একজন লিখেছেন, হাতি যখন তার লেজ নাড়াচড়া করে তখন বুঝতে হবে এটা বিপজ্জনক। প্রাণীরা তাদের নিজস্ব জগতে থাকে। তাদের বিরক্ত করা উচিত নয়। রেগে গেলে প্রাণী আঘাত করবেই। তারা সাধারণত পাত্তা দেয় না। সূত্র : টাইমস অব ইন্ডিয়া, এনডিটিভি।

 

SA/MR
আরও পড়ুন