ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

সর্বশেষ সামরিক ঘাঁটি আরাকান আর্মির দখলে!

আপডেট : ০৬ মার্চ ২০২৪, ০৪:৩৭ পিএম

মিয়ানমারের রাখাইন রাজ্যে পোন্নাগিউনের কাছে সামরিক জান্তার সর্বশেষ ঘাঁটি দখল করে নেওয়ার দাবি করেছে জাতিগত বিদ্রোহী আরাকান আর্মি। গত ৪ মার্চ সামরিক জান্তার ৫৫০তম পদাতিক ব্যাটালিয়নকে পরাজিত করে ঘাঁটি দখল করে বিদ্রোহীরা।

সিতওয়ের একজন বাসিন্দা জানিয়েছে, পোন্নাগিউন রাজ্যের রাজধানী সিতওয়ের থেকে মাত্র ৩৩ কিলোমিটার উত্তর-পূর্বে, যেটি বর্তমানে আরকান আর্মি ঘিরে রেখেছে। সামরিক ঘাঁটি দখলের সময় সেনাবাহিনীর যুদ্ধবিমান ও নৌবাহিনীর যুদ্ধযান থেকে বোমা হামলা করা হয়।

এসময় আরাকান আর্মির বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালায় তারা। এক পর্যায়ে পোন্নাগিউনের পতনের পর সামরিক বাহিনীর যুদ্ধবিমান জাই তি পিয়ান ব্রিজ ধ্বংস করে দেয়। 
 

দ্য ইরাবতীর খবরে বলা হয়, মঙ্গলবার (৫ মার্চ) পর্যন্ত আরাকান আর্মির কাছে আটটি শহরের নিয়ন্ত্রণ হারিয়েছে সামরিক বাহিনী। এর মধ্যে আছে চিন রাজ্যের পালেতোয়া। এর বাইরে আছে বিপুল পরিমাণ বড় ঘাঁটি ও আউটপোস্ট, নৌযান। আরকান আর্মির (এএ) মুখপাত্র ইউ খাইং থুখা বলেছেন, ‘রাখাইন মুক্ত না হওয়া পর্যন্ত এবং রাজ্য থেকে সামরিক শাসন উৎখাত না হওয়া পর্যন্ত এ লড়াই চালিয়ে যাবে।

MB/AST/SA
আরও পড়ুন